ববিতার চাকরিও টিকল না অঙ্কিতার চাকরি ও দেওয়া অর্থ পাবেন ‘যোগ্য’ অনামিকা

কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট

ববিতার চাকরিও টিকল না। মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছিলেন তিনি। ১৬ লক্ষ টাকা ফেরাতে হয়েছিল অঙ্কিতাকে। সেই প্রাপ্য টাকাও এবার ফেরাতে হবে ববিতাকে। কারণ, এবার অপসারিত ববিতাও। নিয়োগের সময় আদালতকে ভুল তথ্য দিয়ে চাকরি পেয়েছিলেন ববিতা। যা তাঁর প্রাপ্য ছিল না। মঙ্গলবার হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে পড়লেন ববিতা সরকার।

কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে চাকরি করতেন অঙ্কিতা অধিকারী। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। আদালতের নির্দেশে দুই কিস্তিতে প্রায় ১৬ লক্ষ টাকা ফেরাতে হয় অঙ্কিতাকে। ‘যোগ্য” চাকরি পেয়ে খুশিতে ডগমগ ছিলেন ববিতা। কিনেছেন সেকেন্ডহ্যান্ড গাড়িও। কিন্তু চাকরি প্রাপকের জায়গায় নাম ওঠার কথা ছিল শিলিগুড়ির অনামিকা রায়ের। আদালতের নির্দেশে এতদিন পর অনামিকা রায়ের হাতে চাকরির পত্র তুলে দেওয়া হল।

একি সঙ্গে অঙ্কিতার দেওয়া ১৫ লক্ষ ৯২ হাজার ৮৪৩ টাকা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে। হাই কোর্টের রেজিস্ট্রার সেই টাকা নতুন চাকরি প্রাপক অনামিকা রায়ের হাতে তুলে দেবেন। আদালতেই ববিতার চোখে জল। ওই টাকায় একটি সেকেন্ডহ্যান্ড গাড়িও কিনেছেন। তাঁর কাছে সম্পূর্ণ টাকা নেই। কিছুটা সময় চেয়েছেন তিনি। ববিতার চাকরি যাওয়ায় আদালতের রায়কে সম্মান জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী। তিনি সাংবাদমাধ্যমে জানিয়েছেন, আদালতের এই রায়কে সম্মান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *