তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস
রাজন্যা নিউজ ব্যুরো
ভোটের ফলাফল প্রকাশের পর একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন। এবার বিজেপি সংস্রব ত্যাগ করে পুরনো দল তৃণমূলে ফিরে আসলেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। মঙ্গলবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুল পতাকা নিয়ে ঘরে ফিরলেন বিশ্বজিৎ।
সোমবারের পর মঙ্গলবার দুদিনে বিজেপির দুই বিধায়ক শাসকদলে ফিরে আসলো। ফলে জোর ধাক্কা গেরুয়া শিবিরে। যদিও ভোতের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ছেড়ে আসার হিড়িক শুরু হয়েছে। ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্য়ায় বেশ কয়েকমাস ধরে তৃণমূলে ফিরতে আদা-জল খেয়ে উঠেপড়ে লেগেছেন। তাঁর বিষয়টি এখনও ঝুলে রয়েছে। বিজেপি বিধায়ক মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলে ফিরে আসার জন্য যোগাযোগ শুরু করেন বিজেপি বিধায়ক ও নেতা-কর্মীরা।
নয়াদিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে বিজেপির বিশ্বজিৎ দাস মঙ্গলবার কলকাতায় তৃণমূলের পতাকা তুলে নিলেন।