এপ্রিলে ১৫ দিন বাগডোগরা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ
রাজন্যা নিউজ ব্যুরো
এপ্রিলে টানা ১৫ দিন বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর। রানওয়ে মেরামত ও সংস্কারের কাজের জন্য বন্ধ রাখা হবে। এপ্রিলে বাগডোগরা বিমানবন্দর হয়ে যাঁরা উত্তরবঙ্গে যাওয়ার কথা ভেবেছেন সমস্যায় পড়বেন এমনটাই মনে করছে পর্যটন ব্যবসায়ীদের একাংশ। তাঁদের আশঙ্কা এর ফলে ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা।
এপ্রিলের ১১ তারিখ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বাগডোগরা বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এর ফলে এপ্রিল মাসে ১৫ দিন বাগডোগরা বিমানবন্দরে উড়ানের ওঠানামা বন্ধ থাকবে। তবে আংশিক উড়ান চালানোর দাবিতে বিমানবন্দর কর্তৃপক্ষের দ্বারস্থ হতে চলেছে পর্যটন ব্যবসায়ী থেকে অন্যরা এমনটা জানা গেছে।
pic collected