‘জাতীয় শিক্ষক সম্মান’ পাচ্ছেন বালির চন্দন স্যার
কল্যাণ অধিকারী
রাষ্ট্রপতি সম্মান পাচ্ছেন হাওড়া বালির শিক্ষক চন্দ্রন মিশ্র। দেশের সেরা ৫০ শিক্ষক ‘জাতীয় শিক্ষক সম্মান’ পাচ্ছেন। তাঁদের মধ্যে স্থান পেয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষক চন্দন স্যার।
হাওড়া বালির রঘুনাথপুর নফর অ্যাকাডেমির প্রধান শিক্ষক তিনি। এর আগে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন তিনি। পেয়েছেন রাজ্যে শিক্ষারত্ন সম্মান। স্বপ্ন দেখতেন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আগামী ৫ সেপ্টেম্বর। ওইদিন দেশের ৫০ সেরা শিক্ষক রাষ্ট্রপতির হাত থেকে পাবেন ‘জাতীয় শিক্ষক সম্মান’। তার আগেই ৩ তারিখ দিল্লি রওনা দিচ্ছেন চন্দন বাবু।
শিক্ষক ঘরানা থেকে উঠে এসেছেন তিনি। প্রয়াত বাবা ছিলেন শিক্ষক। স্ত্রী শিক্ষা করেন সরকারি স্কুলে। কন্যা একাদশ শ্রেণিতে পড়াশোনা করে। ৪৮ বছর বয়সী বরানগরবাসী চন্দন বাবু এক দশক শিক্ষকতা করেছেন হাওড়ার কুলগাছিয়া এলাকার কামিনা হাইস্কুলে। তার আগে শিক্ষকতা করেছেন খিদিরপুরে। বর্তমানে হাওড়া জেলার রঘুনাথপুর নফর অ্যাকাডেমি স্কুলের প্রধান শিক্ষক পদে রয়েছেন।
সাংবাদিকদের তিনি জানান, “ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে পরিণত হওয়ার শিক্ষা দিই। পড়ুয়াদের পড়াশোনার জন্য সমস্তটা দিয়ে থাকি। শিক্ষার মধ্য দিয়েই স্বপ্নপূরণের বার্তা দিই।”