হাওড়া পুরসভা থেকে পৃথক বালি, সিদ্ধান্তে খুশি বাসিন্দারা
কল্যাণ অধিকারী
হাওড়া পুরসভা থেকে পৃথকহয়ে গেল বালি পুরসভা। শুক্রবার বিধানসভায় এই মর্মে প্রস্তাব ধবনি ভোটে পাশ হয়ে গেল। ১৬টি ওয়ার্ড বিশিষ্ট বালি পুরসভা এবার থেকে আর হাওড়া পুরসভার অংশ থাকল না। ফলে আগামী ১৯ ডিসেম্বর হাওড়া পুরসভার ভোটে থাকছে না বালি পুরসভা।
চলতি বছর শুরুতেই বালি পুরসভাকে পৃথক করার চিন্তাভাবনা শুরু হয়। মূলত নাগরিক পরিষেবা সুবিধা করতেই এই সিদ্ধান্ত জানিয়েছিল। সেইমতন প্রস্তাব পাশ হয় মন্ত্রিসভায়। মাঝে বিধানসভা ভোট তারপর সরকার গঠন হয়। গত মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় বালি পুরসভা আলাদা রাখার সিদ্ধান্ত হয়। শুক্রবার বিধানসভায় প্রস্তাব উঠলে ধবনি ভোটে পাশ হয়ে যায় এমনটাই সূত্রের খবর। পুরসভার তথ্য অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাস থেকে বালি পুরসভা সংযুক্ত হয় হাওড়া পুরসভায়। ছয় বছর পর নাগরিক পরিষেবা আরো বেশি পৌছে দিতেই বালি পুরসভা কে আলাদা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে সূত্রের খবর, বালি পুরসভা এলাকা থেকে মানুষজন হাওড়ায় এসে সুযোগসুবিধা নিতে অসুবিধায় পড়তেন এমনটাই ছিল অভিযোগ। বালি পুরসভা পৃথক করা নিয়ে বামেরা বিক্ষোভও দেখায়।
একুশের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য সরকার ঘোষণা ছিল হাওড়া পুরনিগম থেকে আলাদা করে দেওয়া হবে বালি পুরসভাকে। সেইমতন আলাদা হয়ে গেল। শুক্রবার বিধানসভায় পুর ও নগরোন্নয়নন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “মাইক্রো লেভেলে নাগরিক পরিষেবা পৌঁছে দিতে এই সিদ্ধান্ত।” এই সিদ্ধান্তে খুশি বালি পুরসভার বাসিন্দারা। ছোটখাটো সমস্যা হলেও সেই হাওড়ায় ছুটতে হতো। এবার থেকে সেই সমস্যার সুরাহা হল। আপাতত আগামী ১৯ ডিসেম্বর পুরভোট কলকাতা ও হাওড়া পুরসভায়। বালি পুরসভা আলাদা হয়ে যাওয়ায় সেখানে হবে না ভোট।
সংগৃহীত ছবি।