সুর নরম, আইসিসি’র সঙ্গে সুষ্ঠ আলোচনা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন:

বাংলাদেশ যে টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না, সেটা কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের ম্যাচ অন্যত্র নিয়ে যাওয়ার আর্জি জানিয়ে আইসিসি’কে চিঠি দিয়েছে বিসিবি। নিরাপত্তার বিষয়টাকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বোর্ড। এই নিয়ে আইসিসি থেকেও জবাব দিয়েছে। আর সেই চাপে ‘মাথা নত’ বিসিবি’র। যেভাবে সুর চড়াতে শুরু করেছিল, সেখান থেকে সরে এসে তাদের বক্তব্য, ‘গঠনমূলক আলোচনা চাই।’
ই মেলে বিসিবি জানায় যে, ভারতের বদলে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় দেওয়া হোক। কেন্দ্র পরিবর্তন করা হোক। কিন্তু বাংলাদেশ বোর্ডের দাবিতে সম্মতি না-ও দিতে পারে আইসিসি। জয় শাহর আইসিসি’র সঙ্গে যে কথা হয়েছে, তা জানিয়েছে বিসিবি। এর মধ্যে জানা যায়, মুস্তাফিজুরদের ভারতে খেলার জন্য কার্যত চরম বার্তা দিয়েছে আইসিসি। নাহলে পয়েন্ট কাটা যাবে। বাংলাদেশ বোর্ড কিন্তু সেটা স্বীকার করছে না।
বিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়টা নিয়ে বোর্ড আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধানে পৌঁছতে চায়। এক্ষেত্রে আইসিসি’র সঙ্গে পেশাদারিভাবে ও গঠনমূলক আলোচনার মাধ্যমে যোগাযোগ রাখতে চায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দিতে অঙ্গীকারবদ্ধ। তবে বিসিবি দেখেছে, অনেক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, আইসিসি থেকে ভারতে খেলার জন্য চরম বার্তা দেওয়া হয়েছে। সেটা সম্পূর্ণ ভুল।’
তাহলে হঠাৎ কেন অবস্থান থেকে সরে এল তারা। শুরুটা করেছিল, ভারতে খেলব না এই দাবিতে। এখন বাস্তবসম্মত সমাধান ও তাদের বিশ্বকাপে অংশগ্রহণ প্রক্রিয়া যেন মসৃণভাবে হয়, সেটাই চাইছে। ফলে অনেকের মতে, আইসিসি কড়া অবস্থান নিয়েছে বলেই ‘মাথা নত’ করতে বাধ্য হচ্ছে বিসিবি।
ফেব্রুয়ারি-মার্চে ভারতে টি-২০ বিশ্বকাপ। ঘটনাচক্রে বাংলাদেশের ম্যাচগুলো পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ বোর্ড। ইউনুস সরকারের চাপে টি-২০ বিশ্বকাপে ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এখন আইসিসি যদি বাংলাদেশকে সরকারিভাবে জানিয়ে দেয়, ম্যাচ সরানো সম্ভব নয় তাহলে তাঁদেরও বিশেষ কিছু করার থাকবে না।
এদিকে, আইসিসির উপর চাপ বজায় রাখতে বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি বাংলাদেশের। বিসিবির অন্যতম ডিরেক্টর আসিফ আকবর বলেছেন, ভারতে দল পাঠাবেন না তাঁরা। বাংলাদেশের কাছে কোনও বিকল্প নেই। আইসিসি টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে না সরালে বিশ্বকাপ বয়কট করবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *