হাওড়া-হুগলি ওয়ারিয়র্স দল নিয়ে আশাবাদী ব্যারেটো
রাজন্যা নিউজ ব্যুরো: শনিবার বেঙ্গল সুপার লিগে হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স দলের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দলের জার্সি উন্মোচন হল ।এই দলের হোম ম্যাচ হবে শৈলেন মান্না স্টেডিয়ামে।।৭ টা করে হোম ও আওয়ে ম্যাচ হবে। দলে আছে মোহনবাগানের প্রাক্তনী আজহার, শেখ সাহিল। ভূমিপুত্রদের নিয়ে গঠিত এই দল। দলে আছেন এক ব্রাজিলিয়ান বিদেশি পাওলো, কোচ হলেন ব্যারেটো।
দলের প্রেসিডেন্ট রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের সম্পাদক নিখিল শাহ বলেন, আমরা খুব আশাবাদী এই দল নিয়ে। সম্প্রতি আমরা আমরা অনুশীলন ম্যাচ খেলেছি। ।
রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী দিনে দীর্ঘ মেয়াদী প্ল্যান আছে , একাডেমি তৈরির পরিকল্পনা আছে। আমরা যদি চ্যাম্পিয়ন হই আগামী দিনে শিল্ড খেলব । আমরা ডায়মন্ডহারবার মডেল অনুসরণ করর। এই বছরের শেষ নয়।’
কোচ ব্যারেটো বলেন, ‘বেঙ্গল সুপার লিগ থেকে অনেক নতুন প্রতিভা উঠে আসবে কারণ কলকাতা লিগ ছাড়া কোন টুর্নামেন্ট এখন হয় না এখান থেকে বাংলায় নতুন প্রতিভা উঠে আসতে পারে না।আমি এই দল নিয়ে আশাবাদি অনেক ভালো প্লেয়ার আছে ।’

