আমতায় ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র
কল্যাণ অধিকারী
আমতা-উলুবেড়িয়া সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। দুর্ঘটনার পরেই স্থানীয়দের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আমতার খেজুরতলা। ভাঙচুর করা হয়, পথ আটকে বিক্ষোভ চলে। পরে পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মিলন হাইত। বয়স ৪৭। রবিবার সকাল ৯টা নাগাদ বাজার করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তখনি উলুবেড়িয়ার দিকে যাওয়ার সময় একটি ডাম্পার ধাক্কা মারে তাঁকে। ওই ব্যক্তিকে প্রায় ৫০ মিটার ঘষটে নিয়ে যায় ঘাতক গাড়িটি। রাস্তাময় রক্তের দাগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরেই উত্তেজিত জনতা ভাঙচুর শুরু করে। পরিস্থিতি আয়ত্তে আনতে ছুটে আসে পুলিশের বিশাল বাহিনী। বিক্ষোভ দেখাতে থাকা জনতা পথ অবরোধ করেন। মৃতদেহ নিয়ে প্রায় দু’ঘন্টা অবরোধ চলে। উলুবেড়িয়া-আমতা রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় পুলিশের নজরদারি থাকার আশ্বাসে পরিস্থিতি আয়ত্তে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাম্পারটি আটক করা হয়েছে। চালককে পরে আমতার ১০নম্বর থেকে আটক করা হয়েছে। ওই এলাকায় পুলিশের নজরদারি রাখা হবে।