ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক বাঙালি কন্যা কোয়েলের
কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ
ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে হাওড়ার পাঁচলা দেউলপুরের ১৭ বছরের মেয়ে কোয়েল বর তিনটি বিশ্বরেকর্ড গড়ে জোড়া সোনা জিতে চমকে দিলেন। বিশ্ব মঞ্চে পৌঁছনোর লড়াইটা সহজ ছিল না কোয়েলের কাছে। কারণ কোয়েলের বাবার মাংসের দোকান। তারপরেও এই লড়াইয়ে জয় ছিনিয়ে নেওয়ায় ধন্যি-ধন্যি রব উঠেছে সর্বত্র।
২০১৮ সালে বাবার হাত ধরে হাওড়ার দেউলপুরে অষ্টম দাসের কাছে ট্রেনিংয়ের জন্য এসেছিলেন। সেই থেকে তাঁর কাছেই তালিম নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কোয়েলের ভারতীয় দলের কোচ বিজয় শর্মা। মোট ১৯২ কেজি ওজন তুলেছেন কোয়েল। এর আগে বিশ্বরেকর্ড ছিল ১৮৮ কেজি। ৫৩ কেজি ক্যাটাগরিতে ১৯২ কেজি ওজন তুলেছেন। ক্লিন অ্য়ান্ড জার্ক বিভাগে ১০৭ কেজি ওজন তুলেছে কোয়েল। স্ন্যাচ ক্যাটাগরিতে ৮৫ কেজি ওজন তুলেছেন।
আমদাবাদ থেকে কোয়েল জানান, ”আমি ভাল কিছু করতে পারব, এটা আশাবাদী ছিলাম। বিশ্বরেকর্ড গড়তে পারার থেকে ভাল কিছুই হয় না। বাবার হাত ধরেই প্রথম ভরোত্তোলনে পা রেখেছিলেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোয়েল বলেন, ”বাবার সঙ্গে আমি জিমে যেতাম প্রথমে। সেখান থেকেই আমার ভারোত্তোলনে আসা। ২০১৮ সালে বাবার হাত ধরেই আসা। দেউলপুর গ্রামে অষ্টম দাসের কাছে ট্রেনিং শুরু করেছিলাম। আমার শুরুটা ওঁনার হাতেই হয়েছিল।”