বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির রণিতা-সৌপ্তিক জুটি সহ এক ঝাঁক তারকা তৃণমূলে
কল্যাণ অধিকারী, কলকাতা
হাইলাইটস
❏ একুশের ভোট শুরুর আগে টেলি তারকাদের তৃণমূলে যোগদান
❏ বড় ঝিলিক শ্রীতমা ভট্টাচার্য, দিশা রায় চৌধুরী যোগ দিলেন তৃণমূলে
❏ তৃণমূলের পতাকা তুলে দেন সাংসদ দোলা সেন
মমতা বন্দ্যোপাধ্যায় নীল আকাশের মত বড় আর সমুদ্রের মতো গভীর। এর স্রোত, ধারা, সদা সর্বদা প্রবহমান। তৃণমূল ভবনে এক ঝাঁক টেলি তারকাদের তৃণমূলে যোগদান করানোর আগে সাংবাদিক বৈঠকে জানালেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ দোলা সেন।
একুশের নির্বাচনের আগে প্রায় নিয়ম করে দল বদল ও যোগদান পর্ব চলছে। কেউ যোগ দিচ্ছেন তৃণমূলে। তো কেউ কেউ দল বদলে পদ্মফুল আঁকড়ে ধরছেন। যদিও বঙ্গ রাজনীতির সঙ্গে টিভি তারকাদের যোগসূত্র বহু আগে থেকে। দীপক অধিকারী (দেব) তৃণমূল সাংসদ হয়েছেন। এরপরে সন্ধ্যা রায়, দেবশ্রী রায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল, শতাব্দী রায় সহ বহু তারকা তৃণমূলে যোগ দিয়েছেন সাংসদ, বিধায়ক হয়েছেন। বাবুল সুপ্রিয় বিজেপিতে যোগ দিয়ে বিজেপির আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। এ দিন রণিতা দাস সহ এক ঝাঁক টেলি তারকা তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন সাংসদ দোলা সেন।
রণিতা দাস কে বাহা চরিত্রটি রাতারাতি স্টার বানিয়ে দিয়েছিল। এছাড়া ‘ধন্যি মেয়ে’, ‘ইষ্টিকুটুম’ সিরিয়ালে অভিনয়ের সুবাদে জনপ্রিয় মুখ রণিতা। দিদির কাজ কে বরাবরের ভালো লাগে। তাই তৃণমূলে যোগ দিলেন জানালেন তিনি। বাংলা সিরিয়ালের আরও এক পরিচিত মুখ সৌপ্তিক চক্রবর্তী এদিন যোগ দিলেন তৃণমূলে। ‘জল নুপুর’, ‘জয় বাবা লোকনাথ’ সিরিয়ালে কাজ করেছেন। জনপ্রিয় সিরিয়াল ‘মা’ বড় ঝিলিক শ্রীতমা ভট্টাচার্য যোগ দেন শাসক দল তৃণমূলে। শ্রীতমার পাশাপাশি দিশা রায় চৌধুরীও এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হলেন। দিশা ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ধারাবাহিকের পরিচিত মুখ। সকলকে তৃণমূলে স্বাগত জানিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে দেন সাংসদ দোলা সেন। ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী।