গ্যাস সিলিন্ডার নিতে বায়োমেট্রিক করানো বাধ্যতামূলক? বিভ্রান্ত গ্রাহকরা ছুটছেন গ্যাস অফিসে!
ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ
গ্যাস সিলিন্ডার নিতে বায়োমেট্রিক করাতেই হবে! এমন খবরেই এখন গলদঘর্ম গ্রাহকদের। সাত সকাল থেকে গ্যাস অফিসের সামনে লম্বা লাইন। ভিড় ঠেলে বায়োমেট্রিক করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অতিক্রান্ত। গোটা বিষয় নিয়ে গ্যাস ডিস্ট্রিবিউটরদের অস্বচ্ছতা রয়েছে বলেও গ্রাহকদের একাংশের অভিযোগ।
গ্রাহকদের একাংশের কথায়, বায়োমেট্রিক করাতে শেষ তারিখ ৩১ ডিসেম্বর। না করালে মিলবে না গ্যাস সিলিন্ডার! এর জেরেই বিভ্রান্ত গ্রাহকরা। প্রথমে বলা হয় শুধুমাত্র উজলা যোজনার মাধ্যমে গ্যাস নেওয়া গ্রাহকদের করাতে হবে বায়োমেট্রিক। কিন্তু এখন শোনা যাচ্ছে প্রত্যেককেই করাতে হবে। এমন প্রচারে বিভ্রান্তি চরমে।
কি এই গ্যাস বায়োমেট্রিক? গ্যাসের কেওয়াইসি আপডেট করানো।
কীভাবে করাতে হবে? সূত্রের খবর,গ্রাহকদের বাড়ি গিয়ে বায়োমেট্রিক করাবেন গ্যাসের ডেলিভারিম্যানেরা। এছাড়া গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে গিয়েও করানো যাবে। যদিও অন্য এক সূত্রের খবর, এখনি সব গ্রাহকদের করাতে হচ্ছে না বায়োমেট্রিক। কিন্তু যাঁদের ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসের সিলিন্ডার মেলে তাঁদের করাতেই হবে!
সংবাদমাধ্যমের খবর, উজ্জ্বলা যোজনা-সহ ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসের (এলপিজি) সব গ্রাহকেরই আধার যাচাই করতে তাঁদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট তেল সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে মোদী সরকার। যা ঘিরে গ্রাহক এবং বিক্রেতা (ডিস্ট্রিবিউটর), দুই মহলেই ছড়িয়েছে বিভ্রান্তি। খবর আনন্দবাজার অনলাইন।

