দিলীপ কে সরিয়ে বঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
রাজন্যা নিউজ ব্যুরো
মুকুল রায় ও তন্ময় ঘোষের দলত্যাগের পর বিজেপি ছেড়েছিল বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। চাপ বাড়ছিল তাঁর উপর। কীভাবে দলকে একত্রিত রাখবেন, কীভাবে দলের ভাঙ্গন রুখবেন চর্চা চলছিল রাজ্য ও কেন্দ্রীয় স্তরে। তারমধ্যেই গত শনিবার হঠাতি দল ছাড়েন আসানসোলের সাংসদ তথা দুবারের মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহ দেখছে কেন্দ্রীয় নেতৃত্ব এমনটাই বিজেপি সূত্রের খবর ছিল। সোমবার রাত শুরুতেই টিভির পর্দায় ব্রেকিং। বঙ্গে পদ্ম ফোটাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বালুরঘাটের সাংসদ নেতা সুকান্ত মজুমদারকে।
দিলীপ ঘোষকে করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। এই পদে ছিলেন বর্তমান তৃণমূল নেতা মুকুল রায়।
ছবি সংগৃহীত।