৩৫ জনের রাজ্য কমিটি বিজেপির বাদ দিলীপ, শুভেন্দু, সুকান্ত

দিন দর্পণ, কলকাতা

অবশেষে প্রকাশ হল বঙ্গ বিজেপির রাজ্য কমিটি। তবে তাৎপর্যপূর্ণভাবে ৩৫ জনের রাজ্য কমিটিতে নাম নেই দিলীপ ঘোষের। যা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তুঙ্গে। তবে দিলীপের পাশাপাশি ৩৫ জনের রাজ্য কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নামও নেই।
তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা উত্তর কলকাতার বর্ষীয়ান নেতা তাপস রায়কে শুধু রাজ্য কমিটিতে আনা হল তাই নয়, তাঁকে দেওয়া হয়েছে রাজ্য সহ সভাপতির পদও। অন্যদিকে ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর রাজ্য সহ সভাপতি পদ পাওয়া বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে এবারেও ৩৫ জনের কমিটিতে রাখা হল না।
তবে দিলীপ, সুকান্তদের নাম রাজ্য কমিটিতে না থাকা নিয়ে বিজেপির একটি সূত্রের দাবি, বিজেপির সাংগঠনিক গঠন প্রক্রিয়া অনুযায়ী যদি কেউ অতীতে রাজ্য সভাপতির পদে থাকেন বা কেন্দ্রীয় মন্ত্রী হন তাহলে তাঁকে রাজ্য কমিটিতে রাখা হয় না। সেই সূত্রেই নতুন কমিটিতে নেই দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদাররা।
একইভাবে নয়া কমিটিতে জায়গা পেয়েছেন পুরনোদের মধ্যে কয়েকজন। তাঁদের মধ্যে অন্যতম হলেন তনুজা চক্রবর্তী। যিনি একসময় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ছিলেন। পরে তাঁকে পদ থেকে সরানোর পর আর কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। শমীকের হাত ধরে তাঁর পুনর্বাসন হল। তনুজাদেবীকেও রাজ্য সহ সভাপতি পদে আনা হল। রাজ্য সহ সভাপতি পদে আনা হয়েছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকেও। আগে রাজ্য সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি।
গত বছরের জুলাইয়ে রাজ্য সভাপতি পদে বসেন শমীক। দুর্গাপুজোর আগেই রাজ্য কমিটি ঘোষণার কথা ছিল। তবে আদি নব্য কোন্দলের জেরে সেই কমিটি গঠন ক্রমশই পিছিয়েছে। অবশেষে ভোটের মুখে এদিন বঙ্গ বিজেপির তরফে ৩৫ জনের রাজ্য কমিটি প্রকাশ করা হল। প্রত্যাশা মতোই এবারের রাজ্য কমিটিতে পুরনোদের আধিক্য রয়েছে। কয়েকজন নতুনকেও আনা হয়েছে। ৩৫ জনের রাজ্য কমিটিতে মহিলার সংখ্যা সাত অর্থাৎ শতকরা ২০ শতাংশ।
সূত্রের খবর, দলের এক নীতি এক পদ মেনে এবারে রাজ্য কমিটিতে কোনও বিধায়ককে না রাখার সিদ্ধান্ত হয়েছিল। সেই মোতাবেক পূর্বতন রাজ্য কমিটিতে থাকা ছ’জন বিধায়কের মধ্যে পাঁচ জন বিধায়ককে এবারে রাখা হয়নি। এরা হলেন- গোপাল চন্দ্র সাহা, গৌরী শঙ্কর ঘোষ, অশোক দিন্দা, লক্ষ্মণ ঘোড়ুই ও বিমান ঘোষ। তবে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে শঙ্কর ঘোষের ক্ষেত্রে। বিধায়ক পদে থাকার পাশাপাশি নব গঠিত রাজ্য কমিটিতেও শঙ্করবাবুকে রাখা হয়েছে। একইভাবে অগ্নিমিত্রা পালকেও রাখা হয়েছে কমিটিতে।
দিন কয়েক আগেই রাজ্য সফরে এসে দিলীপ ঘোষকে ফের সক্রিয় ভূমিকায় নামতে বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই নতুন উদ্যমে মাঠে নেমে পড়েছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার রানাঘাটে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন তিনি।
এমনকী দিলীপকে ঘিরে মঙ্গলবার কল্যাণী এক্সপ্রেসওয়ে পোস্টারে ছয়লাপ হয়ে যেতে দেখা গিয়েছিল। তাতে বড় বড় হরফে লেখা, ‘বেঙ্গল টাইগার ইজ ব্যাক’। সামনে দিলীপ ঘোষ, পিছনে রয়্যাল বেঙ্গল টাইগারের ছায়াচিত্র। অনুগামীরা মনে করেছিলেন, দিলীপবাবু ফের দলের কোনও গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। তবে এদিন রাজ্য কমিটির তালিকায় তাঁর নাম না থাকা নিয়ে দিলীপ অনুগামীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এ ব্যাপারে দিলীপবাবুর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *