কুন্তলের কাছ থেকে টাকা নেওয়ার কথা মিডিয়ার সামনে মেনে নিলেন বনি!

রাজন্যা নিউজ ব্যুরো

কুন্তল ঘোষ গ্রেফতারের পর থেকেই একের পর এক তথ্য উঠে আসছে। এবার নাম জড়ালো টলিউডের অভিনেতা বনি সেনগুপ্তের। ইডির ডাক পেয়ে একদিন আগেই সশরীরে পৌঁছে গেলেন তিনি। জবাব দিলেন তিনি কীভাবে এবং কেন টাকা নিয়েছেন এমনটাই সূত্র মারফৎ জানা যাচ্ছে।

কুন্তলের সঙ্গে তাঁর পরিচয় সম্পর্কে বনির জবাব ২০১৭ সালে জিরাটে একটি অনুষ্ঠানে গিয়ে আলাপ হয়। কুন্তলের সঙ্গে তাঁর পরিচয় সম্পর্কে বনির সাফ জবাব ২০১৭ সালে জিরাটে একটি অনুষ্ঠানে গিয়ে আলাপ হয়। সেই আলাপ থেকেই তাঁকে একটি বিলাসবহুল গারি কিনতে সাহায্য করেন কুন্তল। এমনকি একটি সিনেমা পরিচালনা করার বিষয় নিয়েও কথা হয়েছিল কুন্তলের সঙ্গে। পরে সেই সিনেমা পরিচালনা থেকে সরে আসেন কুন্তল এমনটাই সংবাদ মাধ্যমে জানিয়েছেন বনি।

তরুণ নেতা কুন্তলকে জেরা করে আরো অনেক গভীরে যেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বনি-র মতো আরো অনেকের নাম আসতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *