ভাই জয় পেলাম, বাংলাদেশ হারতেই আসলো ফোন

কল্যাণ অধিকারী

বাংলাদেশ-ভারত টানটান উত্তেজনার ম্যাচ চলছে। শেষ ওভারেও ঠিক নেই কি হতে চলেছে ম্যাচের পরিণতি। DLS সিস্টেমের গেড়োয় পড়ে ম্যাচটাই একপ্রকার হাত থেকে বেড়িয়ে যেতে বসেছে। শেষ ওভারের শেষ দুই বলে জেতার জন্য দরকার ছিল ১১ রান। প্রতিপক্ষ বাংলাদেশকে পাঁচ রানেই বেঁধে দিল টিম ইন্ডিয়া। ফলে পাঁচ রানে জয় নিশ্চিত করল আর্শদীপ, কোহলীরা।

T20 ক্রিকেট মানতেই হয় ব্যাটারদেরই খেলা। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ কমবেশি সব দেশকেই ব্যাটারদের থেকে চাপে রাখছে বরুণদেব। যেমনটা আজকের ম্যাচ। বৃষ্টি এসে ম্যাচ জেতার সুযোগ পেয়েছিল বাংলাদেশ! কিন্তু ভারতীয় টিমের বোলারদের দাপটে ম্যাচের রঙ বদলে যায়। সবসময় সব টিমে ১৯তম ওভারে একজন কোহলি হয়ে ওঠে না। পাকিস্তানের বিরুদ্ধে ১৯তম ওভারে রউফের দু’বলে দু’টি বিশাল ছক্কা মেরে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল। এককথায় বলা যায় কোহলি, হার্দিক, আর্শদীপরা যে কোন ম্যাচ বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক তেমনই দৃশ্য আজ দেখল বাংলাদেশ।

ফোনে দাদার আওয়াজ শুনে আরও ভালো লাগল। ভাই জয় পেলাম…
হ্যাঁ টি-টোয়েন্টি ম্যাচে যে কোন দেশ হিরো হয়ে উঠতে পারে। আজ বাংলাদেশ, এর আগে পাকিস্তান দুই প্রতিপক্ষকেই পরাস্ত করা গেছে। এবার দেখা ফাইনালের লড়াই-এ শেষ পর্যন্ত লড়াই দিয়ে ম্যাচ জিততে কতটা সফল হয় আর্শদীপ, কোহলীরা।

pic collected

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *