ভবানীপুরে উপনির্বাচন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা
রাজন্যা নিউজ ব্যুরো
ভবানীপুরে উপনির্বাচন ঘোষণার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। যিনি এই মামলাটি করেছেন তিনি হলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি ওঠার সম্ভাবনা রয়েছে।
মামলাকারীর নজরে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ভবানীপুর উপনির্বাচন নিয়ে কেন রাজ্যের মুখ্যসচিব আবেদন জানাবেন। সেই এক্তিয়ার কি রয়েছে মুখ্যসচিবের ? কদিন ধরেই জল্পনা চলছিল উপনির্বাচন নিয়ে মামলা করা হতে পারে বিজেপির পক্ষ থেকে। জল্পনা সত্যি করেই মামলা করা হল। তবে মামলাটি করেছেন আইনজীবী। এখন দেখার হাইকোর্ট জনস্বার্থ মামলা নিয়ে কী সিদ্ধান্ত জানায়। সেদিকেই নজর থাকবে।