পুজো কমিটিকে ৫০ হাজার টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার, কমিশনে নালিশ জানাল বিজেপি
কল্যাণ অধিকারী ও রাজন্যা নিউজ ব্যুরো
কোভিড পরিস্থিতির মধ্যে যাতে করে দুর্গা পুজোয় কোন অসুবিধা না হয়, এ বছরও পুজো কমিটিকে ৫০ হাজার টাকা অনুদান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই কমিশনে পৌঁছে গিয়েছে বিজেপি। নালিশ জানিয়ে তাঁদের অভিযোগ নির্বাচনী বিধিভঙ্গ করেছেন মমতা।

দুর্গা পুজোর আগে পুজো কমিটিগুলির সঙ্গে প্রতিবছর বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। পুজোর নিয়ম, কি কি ছাড় দেওয়া হচ্ছে, বিদ্যুৎ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সেখানেই ঘোষণা করেন পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার। যাতে করে পুজো করতে কোন অসুবিধা না হয়। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য প্রশাসন। সেই বৈঠকের পর ক্লাবগুলিকে দুর্গাপুজোর জন্য অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। মমতা খোদ প্রার্থী। তারপরও কীভাবে এই ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। কমিশনে গিয়ে তাঁর প্রার্থী পদ বাতিলের দাবি জানায় বঙ্গ বিজেপি।

তৃণমূলের একাংশের পাল্টা জবাব, ওঁরা হারবে বুঝে গিয়েছে, তাই কমিশনকে চাপে রাখতে চাইছে। দুর্গা পুজো আমাদের শ্রেষ্ঠ পুজো। হাতে সময় নেই। তার উপর প্রকৃতির রুদ্র রূপ। এমন একটি সময়ে পাশে বাংলার মেয়ে থাকবে না তো কে থাকবে। ওঁরা ভন্ড তাই পুজো নিয়েও রাজনীতি করে। মানুষ সব দেখছে ঠিক সময়ে জবাব দিয়ে দেবে।
ছবি সংগৃহীত

