গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্নে ২৭ ডিসেম্বর বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কল্যাণ অধিকারী
বছর ঘুরলেই গঙ্গাসাগর মেলা। লাখো পূণ্যার্থীর ভিড় হবে গঙ্গাসাগরে। সমস্ত প্রকার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ২৭ তারিখ নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা একাধিক দফতরের কার্যকর্তা থেকে শুরু করে গঙ্গাসাগর মেলার স্বেচ্ছাসেবী সংগঠন।
পুণ্যলাভের আশায় গঙ্গাসাগরে শেষ রাত থেকেই ডুব দেন লাখো-লাখো পুণ্যার্থী। তাঁদের নিরাপত্তার জন্য উপস্থিত থাকেন পুলিশকর্মী, সিভিল ডিফেন্স, দমকল, স্বেচ্ছাসেবী সংগঠন। নিয়ম করে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মেলা শুরুর আগেই গঙ্গাসাগর যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে আগামী ২৭ তারিখ দুপুর ১২টায় নবান্নের সভাঘরে বৈঠক অনুষ্ঠিত হবে। মেলার সঙ্গে যুক্ত সমস্ত দফতরের মন্ত্রী ও আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।