আমতার স্কুলে ছাত্রের ব্যাগে আগ্নেয়াস্ত্রকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ অভিভাবকদের
রাজন্যা নিউজ আমতা:
ব্যাগে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে গেল ছাত্র। আমতার সোনামুই এলাকার এক স্কুলে দুই পড়ুয়ার বচসা ঘিরে এমনি কান্ড করল এক সপ্তম শ্রেণির নাবালক ছাত্র। বন্দুক নিয়ে সহপাঠীকে হুমকিরও অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় ও অভিভাবকদের একাংশ স্কুলে বিক্ষোভ দেখায়। প্রচুর পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতার সোনামুই ফতে সিং নাহার উচ্চবিদ্যালয়ে শুক্রবার দুই ছাত্রের মধ্যে বচসা এবং হাতাহাতি হয়। বিষয়টি মিটে গেলেও, তার রেশ থেকে যায় শনিবার। অভিযোগ, সপ্তম শ্রেণির ছাত্র ব্যাগে করে বন্দুক নিয়ে আসে স্কুলে। এবং অষ্টম শ্রেণির ছাত্রকে বন্দুক নিয়ে হুমকি দেওয়ার জন্যই এমনটা অভিযোগ উঠেছে। ঘটনার পরেই ছুটে আসেন শিক্ষকরা। বিষয়টি জানানো হয় আমতা থানায়। অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়। এবং দুই পরিবারকে ডেকে আলোচনার পড়ে ছেড়ে দেয় পুলিশ।ঘটনাকে ঘিরে অভিভাবকদের বিক্ষোভ চলে সোমবার।
নাবালক ছাত্র এভাবে স্কুলে বন্দুক নিয়ে আসার ঘটনায় অভিভাবকরা প্রতিবাদ জানায়। কয়েকশো মানুষজন স্কুলের সামনে বিক্ষোভ দেখায়। স্কুলের বাকি ছাত্রদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ এমনটা পুলিশ সূত্রে জানা গেছে।

