ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার, বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ পোলগুষ্টিয়ায়
রাজন্যা নিউজ ব্যুরো
ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে এবার উত্তেজনা ছড়াল জগৎবল্লভপুরের পোলগুষ্টিয়া গ্রামে। এখানকার পোলগুষ্টিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৫০জনের ভ্যাকসিন দেওয়ার কথা ছিল এমনটাই সূত্রের খবর। সেইমতন বৃহস্পতিবার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলে দুটি রাজনৈতিক দলের মধ্যে বচসা থেকে লাঠি-বাঁশ উঁচিয়ে শুরু হয় মারামারি। করা হয় বোমাবাজিও। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোলগুষ্টিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৫০জনের ভ্যাকসিন দেওয়ার কথা ছিল। সেইমতন শুরুও হয় ভ্যাকসিনের কাজ। এরপরেই বিজেপি ও তৃণমূলের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। একটা সময় লাঠি-বাঁশ উঁচিয়ে শুরু হয় মারামারি। করা হয় বোমাবাজিও। বন্দুক হাতে তাড়া করা হয়। এতে করে বন্ধ হয়ে যায় ভ্যাকসিনের কাজ। স্থানীয়দের অভিযোগ এলাকায় বেশ কয়েকবার বোমাবাজির শব্দ শোনা গেছে।
বিজেপির অভিযোগ, টিকাকেন্দ্রে ভ্যাকসিন নিতে গেলে তৃণমূলের কর্মীরা তাদের সরিয়ে দেয়। ওখানে বেছে বেছে তৃণমূলের কর্মীদের ভ্যাকসিন পাইয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের পাল্টা অভিযোগ ওখানে বিজেপির কর্মীরা গিয়ে উত্তেজনা ছড়াচ্ছিল। ভ্যাকসিন দিতে দিচ্ছিল না। তা থেকেই ঘটনার সূত্রপাত। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
পোলগুস্টিয়ার ঘটনাকে নিন্দা করেছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি সাংবাদিকদের বলেন, ‘যে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকুক তা নিন্দনীয়। খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করা হবে’।