মা সারদা ও মমতাকে নিয়ে নির্মলের মন্তব্য খন্ডন করল রামকৃষ্ণ মঠ ও মিশন
ব্যুরো রিপোর্ট রাজন্যা নিউজ
‘মা সারদা মমতা বন্দ্যোপাধ্যায় রূপে পুনর্জন্ম নিয়েছেন’ সম্প্রতি নির্মল মাজির এহেন মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিতর্কের মধ্যেই তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের তীব্র বিরোধীতা করে এবার ভিডিও বিবৃতি পেশ করল রামকৃষ্ণ মঠ ও মিশন।
সম্প্রতি অ্যাসোসিয়েশনের সম্মেলনে তৃণমূলের উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজির মন্তব্যর ভিডিও নেট মাধ্যমে ভাইরাল। তাতে বলতে শোনা গেছে,‘সারদা মা মৃত্যুর কিছুদিন আগে বিবেকানন্দের সতীর্থ সন্ন্যাসীদের কাছে বলেছিলেন আমি কালীঘাট মন্দিরে যাই, হরিশ চ্যাটার্জির খাল পেরিয়ে যাই। দিদি যেখানে থাকে ওই রাস্তাটা ধরে যাই। তিনি বলেছিলেন মৃত্যুর পর আমি একদিন কালীঘাটের কালী ক্ষেত্রে মনুষ্য রূপে জন্ম নেব। সংখ্যাতত্ত্বের হিসেবে মা সারদার মৃত্যুর পর মমতার জন্মের সময়ের সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। শুধুমাত্র মা সারদা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টার নিবেদিতা, খড়ের দুর্গা বলেও দাবি করেছেন নির্মল।
বিধায়কের এহেন মন্তব্যের তীব্র বিরোধীতা করে এ দিন বিবৃতি পেশ করল রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পুনর্জন্মে মা সারদা বলে যে মন্তব্য করা হয়েছে, তা ভিত্তিহীন এবং এর ফলে অগনিত মানুষের আবেগে আঘাত লেগেছে।