বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে উত্তপ্ত পাঁচলা
কল্যাণ অধিকারী
জেল হেফাজতে বিচারাধীন এক বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়াল হাওড়ার পাঁচলা জয়নগরে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে। মৃত বন্দির নাম সোমনাথ সর্দার। বয়স ২৬।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পুরনো একটি মামলায় সোমনাথকে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছিল পাঁচলা থানার পুলিশ। বুধবার আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেইমতন হাওড়া জেলে তাঁকে রাখা হয়। এরপরেই শুক্রবার রাতে সোমনাথের মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানানো হয়। ঘটনায় শনিবার উত্তেজনা ছড়ায় জয়নগর এলাকায়। স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী পৌঁছায়।
পরিবারের লোকজনের সরাসরি অভিযোগ করেছে পুলিশের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অফিসে যেতে হবে রোগীর শরীর খারাপ হাসপাতালে ভর্তি করাতে হবে। ততক্ষণে মারা গেছে! কীভাবে মারা গেল কিছুই জানানো হয়নি। পুলিশের বিচারের দাবিতে সরব হয়েছে পরিবারের লোকজন।