দাদা আসছেন ট্রেন উদ্বোধনে, দিদির পোস্টার-পতাকায় মুড়ল হাওড়া

কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ

শুক্রবার সকাল ১০টায় দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হবে হাওড়ায়। রাজকীয় সূচনায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যাধুনিক ব্যবস্থা থাকা এই সেমি-হাইস্পিড ট্রেন উদ্বোধন ঘিরে মাঝ পৌষে উত্তেজনার পারদ বাড়ছে দিদির রাজ্যে। পতাকার লড়াইয়ে এলাকা দখলে রাখল তৃণমূল! বাসস্ট্যান্ড, স্টেশন থেকে একশো মিটার দূরে নীল-সাদা রঙের রেলিংয়ে পতপত করে উড়ছে ঘাসফুল পতাকা।

দেশের একাধিক প্রান্তে ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস প্রযুক্তিগত দিক থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ এবং গতি সবদিক থেকেই এগিয়ে। এর ফলে এই ট্রেন এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। শুক্রবার হাওড়া স্টেশনে রাজকীয় উদ্বোধনে থাকবেন প্রধানমন্ত্রী। থাকবেন কেন্দ্রের একাধিক দপ্তরের মন্ত্রী। খুশিতে ডগমগ রাজ্যের বিজেপি শিবির। দুদিন আগেই হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মে পথম আগমনেই ট্রেনে উঠে একপ্রস্থ নেচে নিয়েছেন বিজেপি নেতা-কর্মীরা। স্টেশনের একশো মিটার দূরেই লাগানো হয়েছে গেরুয়া শিবিরের পতাকা। পিছিয়ে নেই তৃণমূল শিবির। হাওড়া বাসস্ট্যান্ড ও সেতুর আগে অবধি শুধু ঘাসফুল পতাকাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ স্বাগতম পোস্টার লাগানো হয়েছে।

রেলের অনুষ্ঠানে থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকাকালীন মমতার চমক ছিল দুরন্ত এক্সপ্রেস থেকে মহিলারদের জন্য লেডিস স্পেশাল ট্রেন। কেন্দ্রে বিজেপি সরকার আসার প্রায় সাত বছর পর দেশে শুরু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনকে ঘিরেই রাজনৈতিক ‘হাতিয়ার’ করার চেষ্টায় বিজেপি শিবির! তৃণমূল শিবিরের একাংশের কথায়, মুখ্যমন্ত্রী কোনদিন সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক কথা আনেন না। তাঁর আমলে দেশের তিনশোর বেশি স্টেশনকে আদর্শ স্টেশন করার ঘোষণা হয়েছিল। দুরন্ত এক্সপ্রেস, যুব এক্সপ্রেস চালু হয়। এখন বন্দে ভারত ট্রেনকে নিয়ে রাজনৈতিক প্রচারে নেমে পড়েছে ওঁরা। দেশের মানুষ চাইছে বেকারত্ব কমুক, যুব সমাজ কাজ পাক, রাজ্যের বকেয়া মিটিয়ে দিক কেন্দ্র। বাস্তবে দেখা যাচ্ছে ট্রেন সূচনায় কোটি-কোটি টাকা খরচ করে হচ্ছে প্রচার!

হাওড়া শহরের বিজেপির এক নেতার কথায়, ‘বন্দে ভারত এক্সপ্রেস সবদিক দিয়ে ভারতীয় রেলকে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে। আমাদের জন্য সুখবর স্বয়ং প্রধানমন্ত্রী আসছেন উদ্বোধনে। আমাদের পতাকা ঢেকে দিয়ে ওঁরা পতাকা লাগিয়েছে। আমরা রাজনীতি চাই না। কিন্তু কেউ কেউ সেটাই করতে চাইছে’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *