আবাদা স্টেশনে লোকাল ট্রেনের কাপলিং খুলে বিপত্তি, বিচ্ছিন্ন একাধিক কামরা

কল্যাণ অধিকারী

ডাউন উলুবেড়িয়া-হাওড়া লোকাল ট্রেনের কাপলিং খুলে বিপত্তি। আবাদা স্টেশন ছাড়ার সময় ঘটে দুর্ঘটনা। দুটি বগির মধ্যেকার কাপলার খুলে বচ্ছিন্ন হয়ে যায় একাধিক কামরা। ঘটনায় কেউ আহত না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে ছুটে আসেন রেল কর্মীরা। সমস্তটাই তদন্ত করা হবে এমনটাই রেল সূত্রে জানা গেছে।

রেল যাত্রীদের কথায়, উলুবেড়িয়া স্টেশন থেকে সকাল ৮টা ১০মিনিটে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। চেঙ্গাইল-বাউড়িয়া পার করে সাড়ে আটটায় আবাদা স্টেশনে প্রবেশ করে। এরপর ছাড়তেই জোড়ে আওয়াজ করে ঝাঁকুনি দেয়। এরপর থেমে যায়। অনেক যাত্রি ভয়ে ট্রেন থেকে নেমে যায়। ওই ট্রেনটি বাতিল হয়ে যায়। পরের ট্রেনে ভিড়ে উঠতে না পেরে সমস্যায় পড়েন যাত্রীরা। তাঁদের অভিযোগ গত রবিবার বিকেলে সাঁকরাইলের কাছে লাইনচ্যুত হয় পণ্যবাহী ট্রেন। বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। তারপর আবার এই ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তার কথা রেল ভাবুক।

এদিন দুর্ঘটনার খবর পেয়ে রেলের একাধিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনের ৭ ও ৮ নম্বর কামরার মাঝের কাপলিং খুলে যায়। কেন এই ধরনের ঘটনা ঘটল তদন্ত করে দেখা হবে। ওই লোকাল ট্রেনটিকেও কারশেডে নিয়ে যাওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন রেলের আধিকারিকরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *