দার্জিলিং অনেক হল এবার ঘুরে আসুন মানেভঞ্জন

কল্যাণ অধিকারী এবং ব্যুরো রিপোর্ট

দার্জিলিং অনেক হল এবার ঘুরে আসুন মানেভঞ্জন। পাহাড়ি গ্রামে খুঁজে পান নিজেকে। শান্ত নিরিবিলিতে পরিবারের সঙ্গে কাটিয়ে দিন কটা দিন। চোখজুড়ানো প্রকৃতি আর পাহাড়ের মিলনে মন ছুঁয়ে যাবে। জানুয়ারি শেষে গেলে সবুজের উপর সাদা চাদর জড়িয়েছে তুষারপাত।

কীভাবে যাবেন
ট্রেন-বাস বা বিমানে পৌঁছে যান শিলিগুড়ি। ওখান থেকে যেকোনো গাড়িতে শুখিয়া পোখড়ি। ওখান থেকে মানেভঞ্জন। চাইলে শিলিগুড়ি থেকে গাড়ি বুক করে চলে আসতে পারেন মানেভঞ্জন।

কটেজ থেকেই আনন্দ উপভোগ করুন। সকাল শুরু হবে গরমাগরম চায়ের সঙ্গে। এরপর উপভোগ করুন রডোডেনড্রন চোখ ধাঁধানো সৌন্দর্য। শীতে আসলে তুষারপাত পেয়ে যাবেন। এখান থেকে ১৪ কিমি দূরে সান্দাকাফু। চাইলে ঘুরে আসতে পারেন। আশপাশের দর্শনিয় স্থান চিত্রে, মেঘমা, টংলু, টুমলিং। এছাড়া ৩ কিলোমিটারের মধ্যেই পাবেন “ডাম্বেরখোলা” জলপ্রপাত।

থাকার জন্য রয়েছে Village Homestay Gurdum. Contact no 8116738188

collected Pic

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *