ভেসে আসতে পারে মৃতদেহ, মালদায় গঙ্গায় নজরদারি পুলিশের
রাজন্যা নিউজ ব্যুরো
বিহারে গঙ্গা থেকে শতাধিক দেহ উদ্ধারের ঘটনার জের মালদায় গঙ্গায় নজরদারি পুলিশের। কোনও দেহ যাতে ভেসে আসতে না পারে তারজন্য চলছে পুলিশের নজরদারি। মূলত নবান্নের তরফে মালদা জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পরেই শুরু হয়েছে স্পিডবোর্ডে করে তল্লাশি।
বৃহস্পতিবার বেলা অবধি এখনও কোন দেহ খুঁজে পাওয়া যায়নি। তবে তল্লাশি জারি থাকছে এমনটাই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।
ছবি সংগৃহীত।