কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু বালির দেবব্রতর

কল্যাণ অধিকারী

কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিংয়ে গিয়ে বাড়ি ফেরা হল না। পাহাড়ি পথেই শ্বাসকষ্টে মৃত্যু হল বালির দেবব্রত বর। বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যুর খবর বালির সমবায়পল্লীর বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী এবং ছেলে ও মেয়ে।

জানা গেছে, চলতি মাসের ১৭ তারিখ কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। টিমে ছিলেন ১১ জন সদস্য। কাঞ্চনজঙ্ঘায় পৌঁছে নামার পথে শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাঁকে নামিয়ে আনার প্রয়াস শুরু হয়। কিন্তু সমতলে ফেরার আগে মাঝপথেই মৃত্যু হয়। পরিবারের কথায়, শেষবার কথা হয়েছিল উনিশ তারিখ ভিডিও কলে। আর কথা হয়নি। পাহাড়ে নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে পঁচিশ তারিখ অসুস্থ বোধ করেন দেবব্রত। চিকিৎসার জন্য নামিয়ে আনার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এমনটাই জানতে পেরেছি। বাড়িতে ওঁর ইনকামেই সংসার চলে। সব শেষ হয়ে গেল।

ছোটবেলা থেকেই পাহাড় ভালোবাসতো। আমরা পাহাড়িয়া বলতে বেশি পছন্দ করতো। বালির দুর্গাপুর পল্লিমঙ্গল বিদ্যামন্দিরে পড়াশোনা করেছেন। এবার ইচ্ছে ছিল কাঞ্চনজঙ্ঘায় ট্রেকিং করে ফেরা। সেইমতন ১১ জন মিলে রওনা দিয়েছিল। কিন্তু কাঞ্চনজঙ্ঘায় পৌঁছে নামার পথে শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালে পৌঁছানো যায়নি। পাহাড়েই মৃত্যু হয় দেবব্রতর। ইতিমধ্যে বাড়ির লোকজন দেহ রওনা দিয়েছেন উত্তরাখণ্ডে। পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য প্রার্থনা করেছেন স্থানীয়রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *