মালদায় দেবের রঘুডাকাতের প্রচারে উৎসবের আমেজে ভক্তরা

দীপিকা অধিকারী, রাজন্যা নিউজ
পুজোর আগেই বাজার মাতাতে আসছে দেবের বাংলা ছবি ‘রঘু ডাকাত’। ‘ধূমকেতু’র অসাধারণ সাফল্যের পর ‘রঘুডাকাত’ আবারও সিনেমা হল কাঁপাবে মনে করছেন দেব অনুরাগীরা। রঘুডাকাতে’র প্রমোশন করতে শনিবার মালদায় এলেন মেগাস্টার দেব। কলকাতার বাইরে মালদহে এভাবে কোনও সিনেমার প্রমোশনের ঘটনা এই প্রথম বলছেন সিনেপ্রেমি মানুষজন।
শনিবার সাত সকালে বন্দে ভারত ধরে মালদায় পৌঁছে যায় টিম রঘুডাকাত। স্টেশনের কনায়-কোনায় ভক্তদের উল্লাস। দেব দা বলে চিৎকার। একটিবার ছোঁয়ার জন্য হুড়োহুড়ি। তবে সতর্ক ছিল পুলিশ প্রশাসন ও নিরাপত্তারক্ষী। একিই চিত্র মালদার বৃন্দাবনী মাঠে। রঘু ডাকাতের প্রমোশানে মঞ্চজুড়ে উপস্থিত দেব সহ পুরো টিম। তারকাদের কাছ থেকে দেখতে উপচে পড়া ভিড়। দর্শকদের সঙ্গে কখনও হাত মেলাতে, কখনও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অভিনেতা দেবকে। এখানেই শেষ নয়, সিনেমার গানে নাচতে ও গাইতেও দেখা যায় নায়ক নায়িকাদের। ওখান থেকে সন্ধ্যায় বালুরঘাট পৌঁছায় সুপারস্টার দেব সহ রঘুডাকাত এর টিম।
দুপুর একটা নাগাদ দেব আসবার কথা থাকলেও তার ঘন্টাখানেক আগেই ময়দান জুড়ে শুধুই ভক্তদের ভিড়। বিশেষ ভ্যানে মালদহের বৃন্দাবনী ময়দানে এসে পৌঁছয় টিম রঘু ডাকাত। বক্সে ধ্বনিত হচ্ছে দেবের নাম। মাঠ জুড়ে শুধুই উচ্ছ্বাস আর উন্মাদনা। কান ফাটানো উল্লাস ভক্ত সমুদ্রের। দেবের প্রচারে হাজির ছিলেন জেলার মন্ত্রী, বিধায়ক-সহ বহু বিশিষ্ট মানুষও। আজ রবিবার বিকেলে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের মাঠে রঘুডাকাতের প্রোমোশনের জন্য আসবেন দেবের সঙ্গে পুরো টিম।