আমতায় রঘু ডাকাতের প্রচারে দেব উপচে পড়ল ভিড়

দীপিকা অধিকারী, রাজন্যা নিউজ

দুর্গা পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রঘু ডাকাত। তার প্রচারে উত্তর থেকে দক্ষিণ ছুটে চলেছে টিম রঘু ডাকাত। বৃহস্পতিবার হাওড়ার আমতায় আসেন দেব সহ পুরো টিম৷ নাচে-গানে, বক্তৃতায় মাতিয়ে দিলেন দর্শকদের।

২০২৫ সালে একের পর এক ব্লকবাস্টার বাংলা সিনেমা দর্শকদের উপহার দিচ্ছেন দেব। ২৪-এর শেষের দিকে মুক্তি পায় খাদান। ২৫-এ ধূমকেতু বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। এবার আসছে রঘু ডাকাত। আর সেই ছবির প্রচারেই এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দেব। সঙ্গে কলাকুশলীরা। বৃহস্পতিবার আমতার সেহাগোড়ীতে প্রচারে আসেন। সন্ধে ৭টায় মঞ্চে উঠতেই আনন্দের ঢেউ ওঠে সেহাগোড়ী ফুটবল মাঠে। তাকে একটিবার দেখতে মাঠ উপচে পড়েছিল ভিড়। দশর্কদের হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। দেদার সেলফি পোজ দেন। দেব কে এদিন আমতায় শুভেচ্ছা জানান আমতার বিধায়ক সুকান্ত পাল।

এদিন আমতায় আসাতর আগে কোলাঘাটে শিবের মন্দিরে পুজো দেন। ছিপ দিয়ে পুকুরে মাছ ধরেন। আমতায় দর্শকদের উৎসাহের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন দেব। মূল ধারার ছবির মধ্যে অন্যতম বড় রিলিজ হতে চলেছে রঘু ডাকাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *