শুভশ্রীকে পাশে নিয়ে বড়মার মন্দিরে প্রার্থনায় দেব
রাজন্যা নিউজ ব্যুরো
নৈহাটির বড় মা’র মন্দিরে গেলেন দেব-শুভশ্রী। বড়মার কাছে ছবি মুক্তির আগে প্রার্থনা করলেন এই জুটি।বুধবার নির্ধারিত সময়েই হাজির হলেন দেব-শুভশ্রী। পোশাকেও ছিল রংমিলান্তি। দেব পরেছিলেন লাল রঙা পাঞ্জাবি আর অন্যদিকে লাল শাড়িতে নিজেকে মুড়েছিলেন শুভশ্রী।
এদিন মায়ের মন্দিরে পুজো দিলেন।
পুজো শেষ হতেই বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তাঁরা। ‘কী চাইলেন বড়মার থেকে?’ এই প্রশ্নের উত্তরে অভিনেতা-সাংসদ বললেন, “শান্তি চাইলাম। পৃথিবী জুড়ে যে অশান্তি শুরু হয়েছে, এটাই বললাম যে সবাই যেন শান্তিতে থাকে, সুখে থাকে। বড়মা খুব জাগ্রত। খাদানের সময়েও এসেছিলাম। যা চেয়েছি তাই পেয়েছি’।
শুভশ্রী বলেন, “আমাদের এই পুরনো জুটিকে এত ভালবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।” ভিড় যেন গায়ে এসে উঠছিল। শুভশ্রীর যেন এতটুকু অসুবিধে না হয়, সে দিকে নজর ছিল দেবের। সাবধানে তাঁকে সেখান থেকে বার করে গাড়িতে উঠলেন। হাতও নাড়লেন ভক্তদের উদ্দেশে। এরপর রওনা দিলেন কলকাতার উদ্দেশে। আগামিকালই ছবি মুক্তি। কাজের যে শেষ নেই।