বাইকের গ্যারাজে বধ্বংসী অগ্নিকান্ড, ঝলসে মৃত ১
কল্যাণ অধিকারী, দিন দর্পণ
হাওড়ার আন্দুলের মৌড়িগ্রামে বাইকের গ্যারাজে বিধ্বংসী অগ্নিকান্ড। ঝলসে মৃত ১। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে। অভিযোগ ওই গ্যারেজের আড়ালে বেআইনি তেলের ব্যবসা চলত। ফলে আগুন ভয়াবহ আকার নেয়।
পুলিশ সূত্রে খবর, আগুন ঝলসে স¨ীপ দাস নামে এক গ্যারাজ কর্মীর মৃত্যু হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২টি ইঞ্জিন। গ্যারাজে রাখা তেলের কারণে আগুন ভয়াবহ আকার নেয়। আগুন নেভাতে প্রায় ২ঘন্টার বেশি সময় লাগে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, এ দিন দুপুরে ওই গ্যারাজে মোটরবাইকে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। গ্যারাজে ছিলেন বেশ কয়েকজন কর্মী। মৌড়ির কাছে নিমতলার পাশে জমজমাট বাজারও বসেছিল। আচমকা আগুন লেগে যায় গ্যারাজের একটি বাইকে। বিকট শধে ফাটতে শুরু করে টায়ার। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন গ্যারাজ কর্মীরা। স্থানীয়দের একাংশের অভিযো, ওই গ্যারাজে অবৈধভাবে পেট্রল,ডিজেল বিক্রি করা হত। গ্যারাজে সেগুলি মজুত থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।
ওই গ্যারাজের পাশেই একটি রেস্তরাঁ,সহ বেশ কয়েকটি দোকান রয়েছে। তাই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ারও আশঙ্কা ছিল। শেষ অবধি দমকলের ২টি ইঞ্জিনের সাহায্যে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দল।
শিবপুর দমকল কেন্দ্রের ফায়ার অফিসার তপন মণ্ডল বলেন, ‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে, বাইকের ট্যাঙ্কে পেট্রল ছিল। ওয়েল্ডিংয়ের সময়ে সেখান থেকেই আগুন লেগে যায়। পেট্রল থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্যারাজে বাইক সারানোর পাশাপাশি তেলও বিক্রি হতো। সেখান থেকে আগুন লেগে গিয়েছে।

