‘দিদিকে বলো’ অনুকরণ বিজেপি শাসিত রাজস্থানে
রাজন্যা নিউজ ব্যুরো
পশ্চিমবঙ্গ সরকারের একগুচ্ছ প্রকল্পে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন। বাংলার ‘কন্যাশ্রী’ প্রকল্প বিশ্বমঞ্চে সমাদৃত হয়েছে। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘দিদিকে বলো’ প্রকল্পের অনুকরণে বিজেপি শাসিত রাজস্থানে চালু হচ্ছে একটি জনসংযোগ কর্মসূচি। বাংলার বিভিন্ন প্রকল্প ও ইস্যু নিয়ে বিজেপি নিয়মিত নিশানা করে থাকে তৃণমূল সরকারকে। কিন্তু সেগুলির পুরোটাই যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তা ফের স্পষ্ট হয়ে গেল বিজেপি শাসিত রাজস্থান সরকারের এই পদক্ষেপে।
সম্প্রতি রাজস্থানের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী একটি জনসংযোগ প্রকল্প চালুর কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, একটি টোল ফ্রি নম্বর চালু করা হবে। যে নম্বরে সাধারণ মানুষ সরাসরি ফোন করে নিজেদের অসুবিধা ও নানা দাবিদাওয়ার কথা জানাতে পারবেন। বিশেষ করে রাস্তা সংক্রান্ত বিষয়ে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়ার পরই সেখানে পৌঁছে যাবেন পূর্ত দফতরের কর্মী ও আধিকারিকরা। সেই সঙ্গে সমস্যা মেটানোর প্রক্রিয়া শুরু করে দেবেন তাঁরা।
কয়েক বছর আগেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ‘দিদিকে বলো’ প্রকল্প। এর মাধ্যমে রাজ্যের মানুষ সরাসরি তাঁদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারেন। এবার রাজস্থান সরকার সেটাই অনুসরণ করল। এ প্রসঙ্গে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী বলেন, ‘এই টোল ফ্রি পরিষেবার মাধ্যমে রাজ্যবাসী সরাসরি যুক্ত হয়ে অভিযোগ জানাবেন। আপনারা সরকারের সঙ্গে যুক্ত হয়ে নজরদারির কাজে এগিয়ে আসুন। উন্নয়নের কাজে জনগণের অংশগ্রহণ থাকলে তার মান বজায় রাখা সম্ভব হবে।’

