নতুন বাস চালু হতেই আরও কাছাকাছি দিঘা-জয়পুর
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
পর্যটন মানচিত্রে পূর্ব মেদিনীপুর জেলার দিঘার সঙ্গে যুক্ত হল গ্রামীণ হাওড়ার জয়পুর। শুক্রবার ঘড়ির কাঁটায় বেলা দশটায় সরকারি বাসের চাকা গড়াল। প্রথম যাত্রী হয়ে টিকিট কাটলেন বিধায়ক সুকান্ত পাল। টিকিট দিলেন দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিহণ সংস্থার আধিকারিক।
রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও বেশি উন্নত করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জয়পুর-দিঘা নতুন রুটে সরকারি ঝকঝকে বাস উদ্বোধনে আধিকারিকের সংযোজন ছিল ‘বাসে সঠিক ভাড়া দিয়ে টিকিট কেটে সবাই যাতায়াত করুন। এতে করে পরিষেবা দীর্ঘদিন চালু থাকবে’। এর আগে আমতা-ধর্মতলা, বাগনান- ধর্মতলা রুটে সরকারি বাস চলাচল বন্ধ হয়ে যায়। তার প্রধান কারণ ছিল টিকিট না কেটে কম ভাড়ায় যাতায়াত করা! যদিও কিছুদিন আগেই আমতা-ধর্মতলা রুটে সরকারি বাস চলাচল শুরু করেছে সরকার।
দিঘায় সারা বছরই গ্রামীণ হাওড়ার বহু পর্যটক ভিড় জমান। নতুন বাস রুট পেয়ে খুশির অন্ত ছিল না গ্রামবাসীদের। এদিন বাস উদ্বোধনে প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছিলেন এসডিও, বাগনান থানার আইসি, জয়পুর থানার আধিকারিক, আমতা-২ ব্লকের বিডিও সহ বহু কর্তাব্যক্তি। বাস শুরুর সময় দেখা যায় ৫৪ সিটের বাসে প্রায় সবকটা আসন ভর্তি হয়ে যায়। এরপর রওনা দেন। বিধায়ক ছাড়াও ছিলেন আধিকারিকরা।
সুকান্ত পাল জানান, “আজকের এই পরিষেবা আমতা বিধানসভা ক্ষেত্রের ভ্রমণ প্রিয় মানুষদের জন্য শুরু হল। এর পাশাপাশি ব্যবসায়ীরা ব্যবসার কাজেও যেতে পারবেন। নারিট বাগনান রুটেও বাস চলাচল শুরু হল।”