আমতা বিধানসভা ক্ষেত্র থেকে সরাসরি দিঘা বাস পরিষেবা চালু হল

কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ

আমতা বিধানসভা ক্ষেত্র থেকে এবার সহজেই পৌঁছে যাওয়া যাবে সৈকত শহর দিঘা। আজ শুক্রবার থেকেই শুরু হল পরিষেবা। আমতা বিধানসভার বিভিন্ন এলাকার ভ্রমণপ্রিয় মানুষদের জন্য জয়পুর থেকে প্রতিদিন সকালেই ছাড়বে দিঘা বাস। সুখবর দিলেন বিধায়ক সুকান্ত পাল।

এদিন পরিষেবা শুরু উপলক্ষে বাস ছাড়ার সময় ছিল সকাল সাড়ে আটটায়। কিছুটা দেরি করে দশটায় বাসের চাকা গড়াল। আমতা বিধানসভার জয়পুর, থলিয়া, গাজীপুর, নওপাড়া, তাজপুর, কুশবেড়িয়া সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে যাবে বাস। এই মুহূর্তে গ্রামীণ হাওড়া থেকে সরাসরি দিঘা বাস পরিষেবা ছিল না। হুগলি জেলা থেকে ছেড়ে আসা বাস ধরে অথবা হাওড়া থেকে বাস অথবা উলুবেড়িয়া-বাগনান থেকে ট্রেন ধরতে হয়। এর কারণে যাতায়াতের যে সময় তা লাগতো বেশি। পরিস্থিতির উন্নতিতে এগিয়ে এসেছেন আমতার বিধায়ক। রুট ঠিক হয়েছে সেহাগড়ী, খড়িয়প, বেতাই, গাজীপুর, নারিট, চক শ্রীরামপুর, বাইনান, খাজুট্টী,মোড়, বাগনান হয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরবে। তারপর, মেচেদা, কাঁথি হয়ে পৌছাবে দীঘা। জয়পুর থেকে দীঘা বাস প্রতিদিন সকাল সাড়ে ৬টায় রওনা দেবে। বিকেলে চারটে বেজে দশ মিনিটে দিঘা বাসস্ট্যান্ড থেকে পুনরায় ফিরতি পথে ছাড়বে।

সুকান্ত পাল জানান, “আমতা বিধানসভা ক্ষেত্র থেকে সরাসরি যাওয়া যাবে দিঘা। যেহেতু এই রুটে কোন বাস ছিল না। তাই ভমণপ্রিয় মানুষদের জন্য শুরু হচ্ছে পরিষেবা। খুব কম সময়ে জনপ্রিয় পর্যটন স্থান দীঘায় পৌঁছে যাওয়া যাবে। শুক্রবার সকাল ৮টায় শুরু হবে পরিষেবা প্রদান অনুষ্ঠান। “

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিকে বাস পরিষেবায় মুড়ে ফেলা হচ্ছে। এমন একটি সময়ে আমতা বিধানসভা ক্ষেত্র থেকে সরাসরি চালু হল জয়পুর-দিঘা বাস পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *