ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা নিধনে সাড়ে ১২লক্ষ গাপ্পি মাছ প্রদান
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
ডেঙ্গু সংক্রমণ ও মশার বংশবৃদ্ধি ঠেকাতে হাওড়া পৌরসভা এলাকার ড্রেনে ছাড়া হবে ডেঙ্গু মশার লার্ভা খাদক গাপ্পি মাছ। বুধবার পুরসভার পক্ষ থেকে প্রথম দফায় প্রায় সাড়ে ১২ লক্ষ গাপ্পি মাছ তুলে দেওয়া হয় বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীদের হাতে। নিজ নিজ ওয়ার্ডের জমা জলে ও ড্রেনে এই গাপ্পি মাছ ছাড়ার কাজ করবেন। বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রকোপ যাতে না ছড়ায় এই উদ্যোগ হাওড়া পুরসভার।
বর্ষা এলেই মাথাচাড়া দেয় ডেঙ্গুর সংক্রমণ। ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা জমা জলে, নর্দমায় ডিম পাড়ে। এবং দ্রুত বংশ বিস্তার করে। এই ডেঙ্গু সংক্রমণের হাত থেকে পৌরবাসীকে রক্ষা করতে বুধবার হাওড়া পুরসভার কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির সূচনা করেন মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন পুর কমিশনার, অন্যান্য কর্মকর্তারা সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। প্রথম দফায় এডিস মশার লার্ভা ভক্ষণকারী প্রায় সাড়ে ১২ লক্ষ গাপ্পি মাছ তুলে দেওয়া হয় বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীদের হাতে। পৌর এলাকার ড্রেন ও নালায় এই সমস্ত গাপ্পি মাছ ছাড়া হবে।
ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, প্রতি বছরের মতো এটা একটা ডেঙ্গু প্রতিরোধ অভিযানের একটা ক্যাম্প। প্রতি বছরই নর্দমায় গাপ্পি মাছ ছাড়া হয়। এই বছর প্রথম ফেজে প্রায় সাড়ে ১২ লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে। এর উদ্বোধন হল এদিন। দ্বিতীয় ফেজে আগামী সেপ্টেম্বর মাসে আরও কয়েক লক্ষ গাপ্পি মাছ ছাড়া হবে। ডেঙ্গু কেস এবার এখনও পর্যন্ত কম। তবে আত্মতুষ্টির জায়গা নেই।