দিল্লিতে ‘দোস্তি’, বাংলায় ? স্পষ্ট করলেন অভিষেক

রাজন্যা নিউজ ব্যুরো

দিল্লিতে বিরোধী জোটে পালে হাওয়া বইছে। রাহুলের কাছাকাছি বৃত্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। বঙ্গের ভোটে কি তৃণমূল ও কংগ্রেসের সম্পর্কের সমীকরণ বদলে যাবে? এগারোর ভোটের মতো জোট করে লড়বে রাজ্যের দুই দল? এমন প্রশ্নের ভিড়ে দলের বার্তা কিছুটা হলেও স্পষ্ট করলেন তৃণমূল সেনাপতি অভিষেক।

অভিষেক জানালেন, তৃণমূল ‘একা’ই লড়বে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপ-আলোচনায় বিধানসভা নির্বাচনে বাংলায় একা লড়ার নীতিতেই ‘অনড়’ তৃণমূল, দাবি সেকেন্ড-ইন-কমান্ডের। তাঁর সংযোজন, ‘সংসদে সখ্যতা বাড়লেও এখনই কংগ্রেসের সঙ্গে কোনও আসন নিয়ে আলোচনা নয়। আর তারপরেও কোনও ভাবে উল্টো দিক থেকে সমঝোতা প্রস্তাব আসে তা হলে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।’

তবে আসন সমঝোতায় তৃণমূল পাশে না থাকলেও, রয়েছে প্রচার কাজে। জানা গিয়েছে, বিহারের ভোটে আরজেডি ও কংগ্রেস তাদের প্রচারের আবেদন জানালে, সেখানে যাবে তৃণমূল। আর ঠিক যাবে বললেও চলে না, কারণ যাচ্ছে। পয়লা সেপ্টেম্বর রাহুল-তেজস্বীর র‌্যালিতে প্রতিনিধি পাঠাতে চলেছে বাংলার শাসকশিবির। এই কর্মসূচিতে যোগদানের জন্য দিন কয়েক আগেই রাহুল গান্ধির বাসভবনে আয়োজিত নৈশভোজের দিনই মমতা-অভিষেককে পাটনায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তেজস্বী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *