আমতার ধাঁইপুরে ডাম্পার-বাইক সংঘর্ষ মৃত্যু বাইক আরোহী
কল্যাণ অধিকারী
আমতা-২ ব্লকের ধাঁইপুরে সোমবার বিকেলে ডাম্পার-বাইক সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জয়পুর থানার একাধিক পুলিশকর্তা ঘটনাস্থলে চলে আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম না জানা গেলেও মৃত ব্যক্তির বাড়ি কুলিয়ায় বলে জানা গেছে। বয়স ৪৫। ভাইকে পরীক্ষাকেন্দ্র থেকে নিয়ে বাড়ি ফিরছিল। ডাম্পারের সঙ্গে সংঘর্ষ লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদার। ছুটে আসেন জয়পুর থানার একাধিক পুলিশ কর্মী। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অমরাগড়ী গ্রামীণ হাসপাতালে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আমতা-ঝিকিরা সড়কে বালি নিয়ে যাতায়াত করে ডাম্পার, লরি। এদিন বিকেলে একটি বালি ভর্তি ডাম্পার যাওয়ার সময় বাইকের সঙ্গে সংঘর্ষ লাগে। ছিটকে পড়ে রাস্তায়। বাইক আরোহীর গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সঙ্গে থাকা ভাই রক্ষা পেয়েছে। তার অল্পবিস্তর আঘাত লেগেছে। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশের টিম চলে আসে। পরিস্থিতি সামাল দেয়। জয়পুর থানা সূত্রে জানা গেছে, দেহ উদ্ধার করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।