প্রবল বৃষ্টিতে স্থগিত ইস্টবেঙ্গলের কর্মসূচি
রাজন্যা নিউজ, কলকাতা: সোমবার গভীর রাতে বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। পুজোর আগে শহর জুড়ে শুধুই জলছবি। ব্যতিক্রম নয় ময়দানও। প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গলের লিগ জয়ের সেলিব্রেশন।
সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি হয় কলকাতায়। এর ফলে কলকাতার একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে। ভাসছে ময়দানের মাঠগুলিও। এই পরিস্থিতিতে মঙ্গলবার ক্লাবের পতাকা উত্তোলন কর্মসূচি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন ইস্টবেঙ্গল কর্তারা।
সোমবারই চলতি মরশুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে লাল হলুদ মঙ্গলবার ক্লাব তাবুতে ছিল লিগ জয়ের সেলিব্রেশন। নিয়ম মাফিক পতাকা উত্তোলন হওয়ার কথা ছিল কিন্তু সেটা স্থগিত করে দেওয়া হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে। নিয়ম মেনে কলকাতা লিগ জয়ের জন্য পতাকা উত্তোলন হবে ক্লাব তাবুতে। তবে সেই দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি।
ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ ইস্টবেঙ্গল ক্লাবে নির্ধারিত যে অনুষ্ঠানটি ছিল, তা আপাততঃ স্থগিত করা হল। পরিবেশ পরিস্থিতি অনুকূল হলে অনুষ্ঠানটি যেদিন করা হবে আপনাদেরকে সেটি জানানো হবে।
সোমবার প্রথমে ২০২৪-২৫ মরশুমের কলকাতা লিগ জয়ের জন্য ট্রফি তুলে দেওয়া হয় ইস্টবেঙ্গল ক্লাবের হাতে। ট্রফি তুলে দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এরপর ইউনাইটেড স্পোর্টস কে হারিয়ে চলতি মরশুমের লিগের শিরোপা জেতে লাল হলুদ।
সর্বভারতীয় ক্ষেত্রে অনেকদিন ট্রফি নেই, সুপার কাপ শেষ জিতেছিল ইস্টবেঙ্গল। চলতি মরশুমে ডুরান্ড কাপেও সাফল্য আসেনি কিন্তু কলকাতা লিগের সাফল্যের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের। এই নিয়ে কলকাতা ফুটবল লিগে ৪১ বারের চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ক্লাব জ্জ কর্তারা চাইছেন পুজোর আগেই লিগ জয়ের সেলিব্রেশন সেরে নিতে। বুধবার শহরের একটি পুজো প্যান্ডেলে যাওয়ার কর্মসূচি আছে লাল হলুদের মহিলা দলের। সেখানে থাকবেন কয়েকজন পুরুষ দলের সিনিয়র ফুটবলার।