অসুস্থ পেঁচা উদ্ধারে তৎপর পরিবেশ কর্মীরা রক্ষা পেল বন্যপ্রাণী
কল্যাণ অধিকারী, এডিটর রাজন্যা নিউজ
বন্যপ্রাণী রক্ষায় আবারো দিশা দেখাল গ্রামীণ হাওড়া। ঘরের টালির ছাউনিতে অসুস্থ পেঁচাকে মই এনে উদ্ধার করলেন পরিবেশ কর্মীরা। প্রাথমিক সুস্থতারও ব্যবস্থা করা হয়েছে। পরামর্শ নেওয়া হয় বন দফতরের। সুস্থ হলে পরিবেশে ছেড়ে দেওয়া হবে এমনটা জানিয়েছেন পরিবেশ কর্মীরা।
জানা গেছে, মঙ্গলবার বাগনান থানার বাকসির কোটাই এলাকায় সাদা রঙের একটি পেঁচা অসুস্থ হয়ে পড়ে। আশ্রয় নেয় একটি মাটির বাড়ির টালির চালে। অন্যান্য পাখি ও কাকেরা বিরক্ত করতে পারে ছুটে আসেন পরিবেশ কর্মী যুবক কিংশুক হাজরা। খবর দেওয়া হয় পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিককে। বিষয়টি জানানো হয় দেবরাজ আড়ুকে। এরপর দেবরাজ ও তার ভাই জয়ন্ত মই এনে পেঁচাটি উদ্ধার করার ব্যবস্থা করে। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। পেঁচাটি সুস্থ হলে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে এমনটাই জানা গেছে।
কিংশুক জানান, “পেঁচাটি অসুস্থ হয়ে পড়েছিল। এক ব্যক্তির বাড়ির টালির ছাউনিতে আশ্রয় নেয়। ওকে রক্ষা করতে দ্রুত খবর দিই পরিবেশ কর্মীদের। সকলে মিলে উদ্ধার করা হয়। রাখা হয়েছে পর্যবেক্ষণে। সুস্থ হয়ে উঠলে পরিবেশ ছেড়ে দেওয়া হবে।” উল্লেখ্য ক’দিন আগেই বাগনানের কালিকাপুরে তিনটি বাঘরোল মেরে ফেলেন স্থানীয় দুই যুবক। প্রতিবাদ ও শাস্তির দাবিতে পথে নেমেছে পরিবেশ কর্মীরা। এবার অসুস্থ পেঁচা উদ্ধারে একজোট হয়ে এগিয়ে আসলেন পরিবেশ কর্মীরা।