পুণ্যার্থীদের দ্রুত ও নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকায় হাওড়া সিটি পুলিশ

রাজন্যা নিউজ

এবছরও গঙ্গাসাগর তীর্থযাত্রায় অসুস্থ হয়ে পড়া পুণ্যার্থীদের দ্রুত ও নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা নিচ্ছে হাওড়া সিটি পুলিশ।গঙ্গাসাগর থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কলকাতায় আনা অসুস্থ পুণ্যার্থীদের জন্য ট্রাফিক গ্রীন করিডোর তৈরি করে তাঁদের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করা হচ্ছে।এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর, অগ্নিনির্বাপক দল, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (PWD) এবং সর্বোপরি Jet Serve Aviation Pvt. Ltd.-এর এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা। এর ফলে গঙ্গাসাগরে আগত অসুস্থ তীর্থযাত্রীদের দ্রুততার সঙ্গে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে নিয়ে এসে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।ডুমুরজলা হেলিপ্যাড থেকে হাসপাতাল পর্যন্ত যাত্রাপথ নির্বিঘ্ন রাখতে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ কলকাতা পুলিশের সহযোগিতায় কার্যকর গ্রীন করিডোর পরিচালনা করছে। এ পর্যন্ত মোট ৫ জন অসুস্থ তীর্থযাত্রীকে এই ব্যবস্থার আওতায় এনে চিকিৎসা প্রদান করা হয়েছে।এবারের গঙ্গাসাগর তীর্থযাত্রা যাতে সুস্থ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়—সে লক্ষ্যেই হাওড়া সিটি পুলিশ সর্বদা সজাগ ও তৎপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *