নবান্নর কাছে প্রতিমার কাঠামো রাখা গোডাউনে আগুন, দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে
রাজন্যা নিউজ
নবান্নর কাছাকাছি ব্যাতাইতলা ফাঁড়ির কাছে শুক্রবার সন্ধ্যায় বিধবংসী আগুন লাগে কাঠামোর গুদামে। ঘটনার জেরে এলাকায় আতংক ছড়ায়। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় হুগলি সেতু সংলগ্ন ব্যাতাইতলা ফাঁড়ির কাছে পিডব্লিউডি অফিসের তার ঠিক পিছনে প্রতিমার কাঠামো জমা ছিল। তাতেই কোনভাবে আগুন লেগে যায়। আগুনের ধোঁয়া দেখেই আতংক ছড়ায়। খবর দেওয়া হয় দমকলে। দুটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। কি কারণে এই আগুন জানা যায়নি।
নবান্নর কাছেই এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা পৌঁছে যান। চলছে আগুন নেভানোর কাজ। একটি সূত্রের খবর সেতুর নীচে থাকা পূর্ত দফতরের কার্যালয় ও গুদামে আগুন লেগে যায়। যদিও পূর্ত দফতর সূত্রে জানা যায় পূর্ত দফতর অক্ষত। সেখানে আগুন লাগেনি।