বামেদের দুর্দিনে দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন মেয়র মমতা
কল্যাণ অধিকারী
হাওড়ায় পুরভোট কবে তা নির্ভর করছে রাজ্যপালের হস্তাক্ষরের উপর! তবে তার আগেই তৃণমূলে যোগ দিলেন হাওড়ার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল। জোড়াফুলের পতাকা হাতে নিয়েই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হওয়ার জন্য যোগ দিলেন তৃণমূলে। আরও জানালেন গত ৫বছর সিপিএমের সঙ্গে কোন সম্পর্কই ছিল না।
বুধবার ঘোষণা হয়ে গিয়েছিল মন্ত্রী অরূপ রায়ের হাত থেকে জোড়া ফুলের পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার দুপুরে শরৎ সদনের ১নং হলে ‘বঙ্গ-জননী ব্রিগেড’-এর অনুষ্ঠানে অনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা বিধায়ক অরূপ রায়, হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ ছাড়াও একাধিক জনপ্রতিনিধি। ছিলেন ‘বঙ্গ-জননী’র রাজ্য সভানেত্রী মালা রায়।
২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ বছর হাওড়া পুরসভার মেয়র ছিলেন মমতা। পালাবদলের পর হাওড়া পুরসভায় মেয়র হন তৃণমূলের রথীন চক্রবর্তী। গত বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এবার সিপিএম ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন মমতা জয়সওয়াল। অরূপ রায় জানান, ওঁর আগমনে সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী হবে তৃণমূল। আর সিপিএমের তো কোন অস্তিত্ব নেই। বিধানসভায় শূন্য হয়েছে। কোথাও দেখাই মিলছে না ওঁদের! মমতা জয়সওয়াল জানিয়েছেন হাওড়া থেকে বিজেপি-কে উৎখাত করতে হবে। দল যে কাজ দেবে দায়িত্ব সহকারে পালন করবেন।