মোদীর নতুন মন্ত্রিসভায় বাংলার চার সাংসদ, বাদ পড়লেন বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী
রাজন্যা নিউজ ব্যুরো
বাংলার চার সাংসদ শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায জায়গা পেলেন। চার জনেই প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। বুধবার সন্ধ্যায় তাঁরা শপথ নেন।
মতুয়া সম্প্রদায় ভোট পাখির চোখ করা প্রধানমন্ত্রী কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব দিলেন শান্তনু ঠাকুরকে। নিশীথ প্রামাণিককে করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী। সুভাষ সরকার হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।
এর আগে বাংলা থেকে দু’জন মন্ত্রী হয়েছিলেন বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। এবার মোদী মন্ত্রিসভায় দু’জনকেই স্থান দেওয়া হয়নি।
ছবি সংগৃহীত।