গঙ্গাসাগর মেলা 2024: গঙ্গাসাগর মেলায় পূর্ণ্যার্থীদের জন্য মিলবে অত্যাধুনিক পরিষেবা: জেলাশাসক

কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের মধ্যেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা ২০২৪। মেলা উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্য থেকে আসবেন লাখো মানুষজন। ইতিমধ্যে ভারত সেরা মেলার আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তিনি জানিয়েছেন ৪০ লক্ষ পূর্ণ্যার্থীর সমাগম হতে চলেছে গঙ্গাসাগর মেলায়। শুক্রবার আলিপুরে সাংবাদিক সম্মেলন করে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত।

দেশজুড়ে আবারও করোনা মাথাচাড়া দিচ্ছে। এ বিষয় প্রশ্নে জেলাশাসক জানান, স্বাস্থ্য দফতর থেকে নির্দেশ পেলেই মেলায় সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।
মেলায় যোগাযোগ ব্যবস্থা আধুনিক করা হচ্ছে। ২৪x৭ মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা মিলবে। ৭ জায়গায় ওয়াইফাই জোন, ফ্রি ফোন পরিষেবা বুথ, হ্যাম রেডিও, স্যাটেলাইট ফোন ১০টি, বড়ো স্ক্রিন থাকবে ১১টি।
মহা সাগর আরুতি অনুষ্ঠিত হবে তিন দিন।
গঙ্গাসাগর মেলায় এবার মিলবে অত্যাধুনিক পরিষেবা কিউআর কোড পরিষেবা। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কথা ভেবেই রাখা হবে জিপিআরএস ব্যান্ড থেকে কিউআর কোড।
এবারেও থাকছে মেগা কন্ট্রোল রুম। মেলা পরিচালনা করা হবে এই মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে।
এ বছর মেলায় থাকছে পর্যাপ্ত পুলিশ প্রশাসন। সিভিল ডিফেন্স থেকে দমকলের টিম থাকবে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন লাখ-লাখ মানুষ। তাঁদের জন্য সরকারের পক্ষ থেকে থাকছে ২৫০০ বাস। পর্যাপ্ত বেসরকারি বাস। জলপথে ২১ জেটি থাকবে। বার্জের সংখ্যা ৬ এবং ১০০ লঞ্চ চলাচল করবে লট-৮ এবং নামখানায়।
ড্রেজিং করা হচ্ছে লট-এইট এলাকায়। লট-৮ থেকে কচুবেরিয়ার মধ্যে চ্যানেল ১ এবং ৩ তে ড্রেজিং করা হচ্ছে। ১৮-২০ ঘন্টা বার্জ এবং যাত্রীবাহী লঞ্চ চলাচলের জন্য।
গঙ্গাসাগরে আগত পূণ‍্যার্থীদের নিরাপত্তার জন্য ১১৫০ টি সিসিটিভি ক্যামেরা থাকছে। ৫৪ কিমি মেটাল এবং অস্থায়ী ব্যারিকেড করা হচ্ছে।

মেলায় আগত লক্ষ-লক্ষ মানুষের সাবস্থ্য পরিষেবা মিলবে নামখানা, চেমাগুড়ি, লট-এইট, রুদ্র নগর এবং সাগর। ৩০০ বেড ব্যবস্থা থাকছে। একি সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন। ১টি এয়ার অ্যাম্বুলেন্স, ৪টি ওয়াটার অ্যাম্বুলেন্স, ১০০ অ্যাম্বুলেন্স থাকছে।

ই-দর্শন ব্যবস্থা থাকছে মেলায়। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কপিল মুণির আশ্রম এবং পূর্ণ স্নান দেখানো হবে।
ই-স্নান, এবারও ই-স্নানের ব্যবস্থা রয়েছে গঙ্গাসাগর মেলায়। দেশের যেকোন প্রান্ত থেকে আবেদন জানালে গঙ্গাসাগরের পবিত্র জল পৌঁছে দেওয়া হবে।

এদিন আলিপুরে নিউ এডমিনিস্ট্রি বিল্ডিংয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত। এডিএম সমর্পিত সিং, জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি সহ অন্যান্য আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *