আরামদায়ক বাসে গ্যান্টক থেকে শিলিগুড়ি, শেয়ার গাড়ির থেকে কম ভাড়া, জেনে নিন ভাড়া
রাজন্যা নিউজ
সিকিম ভ্রমণে গেছেন। ভাবছেন শিলিগুড়ি ফিরবেন কিভাবে? আপনার জন্য এগিয়ে এসেছে সিকিম সরকার। পাহাড়ি পথে আরামদায়ক যাত্রা করতে নতুন পরিষেবা শুরু হয়েছে।
গ্যাংটক SNT বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়ি পৌঁছে দিতে চালু হয়েছে সিকিম সরকারের অত্যাধুনিক বাস পরিষেবা। ঝকঝকে বাস, নরম সিট, সময় কম লাগছে। ৩৫০ টাকা ভাড়া দিয়ে গ্যাংটক থেকে শিলিগুড়ি।
শেয়ার গাড়িতে যাবার চেয়ে অনেক স্বাচ্ছন্দ্যে পৌঁছে যাবেন শিলিগুড়ি। বাসে সিট সংখ্যা ১৯। Reclining seat. পা ছড়িয়ে-ছিটিয়ে বসার জায়গা রয়েছে। এবার আর ৪০০-৫০০ দিয়ে শেয়ার গাড়ি নয় সরাসরি বাসে ফিরুন শিলিগুড়ি।
pic collected