ডুয়ার্সের পানা নদীতে হড়পা বান আতঙ্ক গ্রাস করছে এলাকাবাসীর

কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
অত্যাধিক বর্ষণের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশের বীভৎস প্রাকৃতিক বিপর্যয়ের ছবি দেখেছে দেশবাসী। যা রীতিমতন ভয় ধরিয়েছে পশ্চিমবঙ্গকেও। ডুয়ার্সের পানা নদীতে দেখা গিয়েছে হড়পা বান। আতঙ্ক গ্রাস করেছে এলাকাবাসীদের। কারণটা এর আগে পানা নদীতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি এমনটাই মত এলাকার মানুষজনের।
বিশেষজ্ঞদের একাংশের মত, পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে বছরভর পর্যটকদের ভিড় থাকার কারণে হোটেলের চাহিদা বাড়ছে। যত্রতত্র পাহাড় কেটে বেআইনি নির্মাণ গড়ে উঠছে। পাহাড় কেটে টানেল তৈরি, হাইড্রোপ্রজেক্ট-এর কাজ চলছে। এসবের জেরে ক্রমশ ধসের প্রবণতা বাড়ছে দার্জিলিং, কালিম্পঙে। উত্তরাখণ্ডে পাহাড় থেকে নেমে আসা মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান দেখে আতঙ্কিত এখানকার পাহাড়বাসী। তাঁদের একাংশের দাবি, ইংরেজ আমলে পাহাড়ে বেশিরভাগ নির্মাণই ছিল কাঠের। কিন্তু এখন সেই জায়গা নিয়েছে কংক্রিটের আস্তরণ। যার জেরে নষ্ট হচ্ছে পাহাড়ের বাস্তুতন্ত্র এমনই গুরুতর অভিযোগ উঠছে।
স্থানীয়রা ক্ষোভের সুরে জানিয়েছে, এখানে প্রায় ৭০ হাজার মানুষের বসবাস। হড়পা বানের কারণে স্কুল, কলেজ পড়ুয়া-সহ ক্ষতি হল বহু মানুষের। প্রশাসন তাঁদের দিকটা দেখুক। প্রশাসন সূত্রে জানা গেছে, ভুটান পাহাড়ের নদী হচ্ছে পানা নদী। পশ্চিমবঙ্গের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা দিয়ে বয়ে গিয়েছে পানা নদী। ক’দিন ধরে ভুটান পাহাড়ে লাগামহীন বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে যুক্ত হয়েছে এলাকার বৃষ্টি। ইতিমধ্যে রাধারানী এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে পানা নদী। এমনটা হওয়ায় নদীর দু’পাশে আটকে রয়েছে প্রচুর গাড়ি ও মানুষ। পানা নদীর ওপর সেতু না থাকায় পারাপারে যথেষ্ট সমস্যা হচ্ছে।