হৃদয়স্পর্শী ভিডিও বার্তা দিয়ে আত্মঘাতী প্রমোটার

রাজন্যা নিউজ ব্যুরো

দেনার দায়ে আত্মঘাতের পথ বেছে নিলেন প্রোমোটার। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরে। মৃত্যুর আগে হৃদয়স্পর্শী ভিডিও বার্তায় বোনের বিয়ে যাতে দেওয়া হয় তারজন্য কাতর আবেদন করে গেলেন। মৃতের নাম রাকেশ চন্দ্র। বাড়ি বড়গাছিয়ায়।

স্থানীয় সূত্রে খবর, ভিডিও বার্তায় বন্ধুদের কাছে মা বোনদের দায়িত্ব দিয়ে আত্মঘাতী হয়েছেন রাকেশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যে তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে
হৃদয়স্পর্শী ভিডিও বার্তা এলাকায় ছড়িয়েছে। এই ভিডিও বার্তা ঘিরে এলাকায় তুমুল শোরগোল পরে গিয়েছে। গায়ে কাঁটা দেওয়া সেই বার্তা মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিও বার্তায় ঠিক কী বলেছিলেন প্রোমোটার? ওই প্রোমোটার বলেন, “আমার জীবন আমি দেবই। আমার বোনকে, মাকে যেন বাড়ি থেকে বার করে দিবি না। আমার বোনটার বিয়ে দিয়ে দিস তোরা। গোডাউনগুলো বিক্রি করে আর আমার মাকে কোথাও থাকার ঠাঁই করে দিও। মায়ের নামে কিছু টাকা রেখে দিও। আমি বাধ্য হয়ে এই কাজ করছি। আমার আর কিছু করার নেই। আমি এই দেনা শোধ করতে পারবও না। কতদিন পালিয়ে পালিয়ে বেড়াব?”

দেনার দায়ে আত্মঘাতের পথ বেছে নিয়েছেন প্রোমোটার এমনটাই অনুমান করছেন স্থানীয়রা। আরও জানা গেছে, ভিডিওতে কয়েকজন বন্ধুর নাম উল্লেখ করার পাশাপাশি কাশি জেঠু নামে জনৈক ব্যক্তির টাকার চাপ নিয়েও নিজের অসহায়তার কথা বলেন ওই যুবক। ভিডিও বার্তায় স্থানীয় এক চিকিৎসক কাশীনাথ মাইতির বিরুদ্ধে মিথ্যে কারণে টাকার চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন ওই প্রোমোটার। এরপরেই সেই অভিযোগে অভিযুক্ত চিকিৎসককে ঘিরে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়রা। এরপরেই এলাকায় উত্তজনা বাড়ে। গোটা ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *