প্রবীণদের সাহায্যার্থে হেল্পলাইন নম্বর হাওড়া গ্রামীণ পুলিশের
কল্যাণ অধিকারী, রাজন্যা নিউজ
সমাজের প্রবীণ নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য হাওড়া গ্রামীণ পুলিশের বিশেষ উদ্যোগ ‘আশ্বাস’। কুলগাছিয়ায় একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে শনিবার এক অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল। দেওয়া হল হেল্পলাইন নম্বর। নম্বরটি হলো ৮৯৮১০০৪২৪০।
শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু প্রবীণ নাগরিক। তাঁদের সামনেই মঞ্চে বক্তব্য রাখেন পুলিশ কর্তা। প্রবীণ নাগরিকদের বিভিন্ন সহায়তা ব্যবস্থা সম্পর্কে বিশদভাবে অবহিত করা হয়—যার মধ্যে ছিল জরুরি পরিষেবা, পুলিশ হেল্পলাইন, নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ, এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রমসহ সমাজভিত্তিক সহযোগিতা পরিষেবা। চুরি, ডাকাতির ঘটনা ছাড়াও প্রবীণ নাগরিকেরা যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, তা হলেও ‘আশ্বাস’-এ ফোন করে জানালে পুলিশ দ্রুত তাঁদের কাছে পৌঁছে যাবে। অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া— সমস্ত কিছুই করবে তাঁরা।
পুলিশ সুপার সুবিমল পাল বলেন, এই কর্মসূচিতে হেডকোয়ার্টারের একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। নেতৃত্বে থাকবেন সাইবার ক্রাইমের দুই পুলিশ আধিকারিক। টিমে পুরুষ ও মহিলা কনস্টেবল ছাড়াও থাকবেন প্রতিটি থানা এলাকার সিভিক ভলান্টিয়াররা। এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে পুলিশ সুপার সুবিমল পাল ছাড়াও ছিলেন, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের আধিকারিক, এলাকার বিধায়ক, এবং চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান উলুবেড়িয়া মিউনিসিপ্যালিটি

