রাজ্যের সাংবাদিকদের নিয়ে একদিনের ক্রিকেট অনুষ্ঠিত করল হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব
কল্যাণ অধিকারী এডিটর রাজন্যা নিউজ
বছরভর হাতে থাকে কলম, ক্যামেরা-বুম। তাঁরাই দিন-রাতের ক্রিকেট খেলে মন জয় করে নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষীরতন শুক্লা, শিব শঙ্কর পাল, সৌরাশিষ লাহিড়ীদের। লক্ষীরতন বললেন, সাংবাদিকরা এত সুন্দর ক্রিকেট খেলবে সত্যিই অবিশ্বাস্য বিষয়। ব্যাটে-বলে ওঁরা বুঝিয়ে দিল সময় ও সুযোগ পেলে ভালো ক্রিকেট খেলা উপহার দিতে ওঁরাও পারে। এই খেলায় একমাত্র মহিলা সাংবাদিক হিসেবে অংশগ্রহণ করেন টেলিভিশন সঞ্চালিকা মৌপ্রিয়া নন্দী।
রবিবার হাওড়ার ডুমুরজলা থেকে কয়েকশো মিটার দূরে এল আর এস বাংলা স্পোর্টস একাডেমীর মাঠে অনুষ্ঠিত হল দিন-রাতের ক্রিকেট টুর্নামেন্ট। পরিচালনায় হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব। দিন-রাতের এই খেলায় রাজ্যের ৯টি টিম অংশগ্রহণ করে। বারুইপুর প্রেস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম মেদিনীপুর মিডিয়া একাদশ। ট্রফি সহ বিবিধ উপহার নিয়ে ফিরে গেল মেদিনীপুরে। একিসঙ্গে মাঠে উপস্থিত কয়েকশ মানুষের মন জয় করেছে। টিমের অধিনায়ক শঙ্কর রাই বলেন, পশ্চিমবঙ্গের বুকে এক নতুন নজির সৃষ্টি করলো হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব। এই প্রেস ক্লাব যেটা করে দেখিয়েছে, তা আগামী দিনে সারা বাংলার অন্যান্য প্রেস ক্লাব গুলোকেও অনুপ্রাণিত করবে বলেই মত। এই ধরনের মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই প্রতিটি সদস্যকে। হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের চমকপ্রদ আয়োজনে তাঁরা অভিভূত। একরাশ অভিজ্ঞতা নিয়েই ফিরে যাচ্ছে মেদিনীপুরে।
রবিবার মাঠে উপস্থিত ছিলেন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষীরতন শুক্লা, শিব শঙ্কর পাল, সৌরাশিষ লাহিড়ী। ছিলেন ক্রিকেটের ধারাভাষ্যকার গৌতম ভট্টাচার্য, নিউজ ১৮ বাংলার এডিটর বিশ্ব মজুমদার, কলকাতা টিভির মৌপিয়া নন্দী, প্রশাসনিক দপ্তরের উচ্চ পদাধিকারীরা। ফাইনালে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন ডোমজুড় বিধানসভার বিধায়ক কল্যান ঘোষ ও বালির বিধায়ক ডাঃ রানা চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সাংবাদিকরা শুধু খেললই না মন জয় করে নিল প্রত্যেকেই একবাক্যে স্বীকার করলেন। বিশ্বজুড়ে ক্রিকেট প্রভাব ফেলছে। আইপিএল নিয়ে উন্মাদনা তুঙ্গে। তারপরও ক্রিকেট নিয়ে যে উন্মাদনা দেখাল হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব তা আগামীদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে।
এই টুর্নামেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান ও অভিজ্ঞ কিপার ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী, ভারতীয় লেফ্ট আর্ম স্পিনার সেহেবাজ আহমেদ, সংবাদ প্রতিদিনের কনসাল্টিং এডিটর কুনাল ঘোষ-সহ বহু সাংবাদিক ও বিশিষ্ট মানুষজন।