পদ ছাড়লেন হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি, জল্পনা শুরু
কল্যাণ অধিকারী
হাইলাইটস
❏ যুব সভাপতির পদ থেকে ইস্তফা
❏ দলে অসন্মানিত বোধ করছিলেন
❏ বিজেপিতে যাওয়ার জোর জল্পনা
ডুমুরজলার মেগা যোগদান মঞ্চ থেকে বিজেপিতে যোগ দিতে চলেছেন হাওড়া জেলা সদর প্রাক্তন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অনুপম ঘোষ! শুক্রবার দলিয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে শুরু হয়েছে জোর জল্পনা।
হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেস সভাপতির দায়িত্ব এতদিন সামলে আসছিলেন তিনি। কিন্তু তাল কাটলো শুক্রবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়ে বিদ্রোহের রচনা করলেন। তিনি জানিয়েছেন, মাসখানেক ধরে কাজ করবার মতো পরিবেশ পাচ্ছিলেন না। এতে তাঁর অসম্মানিত বোধ হচ্ছে। এতদিন ধরে দলের সুনাম বজায় রাখতে কাজ করে এসেছেন। ইতিমধ্যে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন।
শুক্রবার রাজীব ব্যানার্জির দল ছেড়ে দেওয়ার মধ্যেই হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দেওয়া দলের কাছে ঝটকা মানছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন সে বিষয় মন্তব্য করেননি। জানা যাচ্ছে মাকড়দহের বাড়ি থেকেই তাঁর পদত্যাগ পত্র অভিষেক ব্যানার্জির কাছে পাঠিয়ে দেন তিনি। রবিবারের মেগা যোগদানে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কি-না সেটাই এখন দেখার।